OnePlus 10T 5G নিয়ে জল্পনার অবসান, 3 আগস্ট লঞ্চ হচ্ছে, দাম ও ফিচার দেখে নিন

Update: 2022-07-20 18:02 GMT

ওয়ানপ্লাস ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে, আগামী ৩ আগস্ট গ্লোবাল মার্কেটে পা রাখতে চলেছে তাদের বহু প্রতীক্ষিত OnePlus 10T 5G ফোনটি। OnePlus 10 সিরিজের অন্তর্ভুক্ত এই ডিভাইসের লঞ্চ ইভেন্টটি নিউ ইয়র্ক সিটিতে সকাল ১০টায় (ভারতীয় সময়ে সন্ধ্যা ৭:৩০ টা) অনুষ্ঠিত হবে। কোম্পানির ঘোষণা অনুযায়ী, লেটেস্ট OxygenOS 13 কাস্টম ইউজার ইন্টারফেসটিও এই একই ইভেন্টে OnePlus 10T-এর পাশাপাশি লঞ্চ হবে। এই নতুন ভার্সনেও অলওয়েজ-অন ডিসপ্লে (AODs) এবং জেন (Zen) মোড-এর ওয়ানপ্লাসের চিরাচরিত ফিচারগুলি অন্তর্ভুক্ত থাকবে। এছাড়াও সংস্থার তরফে নিশ্চিত করা হয়েছে যে, OnePlus 10T 5G ফোনটি Qualcomm Snapdragon 8+ Gen 1 প্রসেসর দ্বারা চালিত হবে।

OnePlus 10T 5G আসছে আগামী মাসের শুরুতেই

ওয়ানপ্লাস তাদের কোম্পানির কমিউনিটি পেজে এবং একটি টুইটের মাধ্যমে আসন্ন ওয়ানপ্লাস ১০টি ৫জি-এর লঞ্চের তারিখটি নিশ্চিত করেছে। এই হ্যান্ডসেটটি আগামী ৩ আগস্ট নিউ ইয়র্ক সিটির গোথাম হল (Gotham Hall)-এ সকাল ১০ টায় (ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০ টা) আয়োজিত একটি ইভেন্টে লঞ্চ হতে চলেছে৷ কোম্পানি জানিয়েছে, ওয়ানপ্লাস ১০টি ৫জি- এর এই ইন-পার্সন লঞ্চটি ২০১৯ সালে আত্মপ্রকাশ করা ওয়ানপ্লাস ৭টি মডেলের লঞ্চ ইভেন্টের পর এই প্রথম হতে চলেছে। সেই সাথে ওয়ানপ্লাস এও জানিয়েছে যে, যারা নিউ ইয়র্ক সিটির এই লাইভ লঞ্চ ইভেন্টে যোগ দেওয়ার জন্য টিকিট কিনবেন, তারা সংস্থার তরফ থেকে ওয়ানপ্লাস নর্ড বাডস সহ শীর্ষ-স্তরের মার্চেন্ডাইজস উপহার হিসেবে পাবেন।

অন্যদিকে, ৩ তারিখের এই লঞ্চ ইভেন্টে ওয়ানপ্লাস ১০টি-এর পাশাপাশি লেটেস্ট অক্সিজেনওএস ১৩ ইউজার ইন্টারফেসটিও লঞ্চ করা হবে বলে জানিয়েছেন সংস্থা। অক্সিজেনওএস-এর সাম্প্রতিকতম সংস্করণটি গেমিং, কানেক্টিভিটি এবং কাস্টমাইজেশনের ক্ষেত্রে প্রভূত উন্নতির সাথে আসবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। অক্সিজেনওএস ১৩ প্রথমে বিদ্যমান ফ্ল্যাগশিপ ওয়ানপ্লাস ১০ প্রো-তে লঞ্চ হবে, তারপর চলতি বছরের শেষের দিকে ওয়ানপ্লাস ১০টি, এর আপডেট পাবে বলে কোম্পানি নিশ্চিত করেছে।

OnePlus 10T 5G-এর লঞ্চ ইভেন্ট: অনলাইনে কিভাবে দেখবেন

ওয়ানপ্লাস ১০টি ৫জি-এর লঞ্চ ইভেন্টে সরাসরি যোগদান করতে না পারলেও, আগ্রহী ব্যক্তিরা ওয়ানপ্লাসের সাইট এবং সংস্থার ইউটিউব চ্যানেলে ইভেন্টের লাইভস্ট্রিমটি দেখতে পারবেন।

ভারতে ওয়ানপ্লাস ১০টি ৫জি-এর সম্ভাব্য মূল্য (OnePlus 10T 5G Expected Price)

OnePlus 10T 5G-এর দাম ৩,০০০ ইউয়ান থেকে ৪,০০০ ইউয়ান (প্রায় ৩৫,০০০ টাকা থেকে ৪৭,৪০০ টাকা)-এর মধ্যেই রাখা হতে পারে। আরেকটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, ভারতে এই হ্যান্ডসেটের প্রারম্ভিক মূল্য হতে পারে ৪৯,৯৯৯ টাকা। ওয়ানপ্লাস অবশ্য ভারতে হ্যান্ডসেটটির দাম এবং উপলব্ধতা সম্পর্কে কোনো তথ্য এখনও প্রকাশ করেনি।

ওয়ানপ্লাস ১০টি ৫জি-এর সম্ভাব্য স্পেসিফিকেশন (OnePlus 10T 5G Expected Specifications)

OnePlus 10T 5G-এ ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির ফুল-এইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে বলে জানা গেছে। ডিভাইসটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ দ্বারা চালিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে সর্বাধিক ১৬ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজ পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য, OnePlus 10T 5G-এর ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের সেন্সর দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা সিস্টেম দেখা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই নতুন ওয়ানপ্লাস ফোনে ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৮০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হতে পারে। উল্লেখ্য সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, OnePlus 10T 5G গ্রীন ও ব্ল্যাক-এই দুটি কালার ভ্যারিয়েন্টে আত্মপ্রকাশ করতে পারে।

Tags:    

Similar News