MediaTek Dimensity 720 প্রসেসর দিয়ে ২০২০ সালের লঞ্চ হয়েছিল Oppo Reno K7x। এটি Android 10 নির্ভর ColorOS 7.2 মোবাইল অপারেটিং সিস্টেমের সাথে বাজারে এসেছিল। স্মার্টফোনটির সফটওয়্যার আপডেট পাওয়ার রেকর্ড বেশ ভাল। কারন গত বছর এতে Android 11 আপডেট রোল আউটের পর এবার Android 12 রিলিজ করল ওপ্পো।
Oppo Reno K7x ব্যবহারকারীরা আনুষ্ঠানিক ভাবে Android 12 আপডেট পেতে শুরু করেছে। Dimensity 720 প্রসেসরযুক্ত মিড-রেঞ্জ হ্যান্ডসেটে দু'টি মেজর অ্যান্ড্রয়েড আপগ্রেড দেওয়া বড় ব্যাপার। সে কাজ বেশ নিপুণতার সাথেই করে দেখাল ওপ্পো। চীনে ওপ্পোর অফিসিয়াল ফোরামে প্রথম খবরটি দেওয়া হয়েছে। সেখান থেকেই নতুন অপারেটিং সিস্টেম আপডেট সম্পর্কে জানা গিয়েছে।
গতকাল থেকে ওই ফোনের সফটওয়্যার Android 12 নির্ভর ColorOS 12-এ আপডেট করা যাচ্ছে। ওপ্পো বলেছে, নতুন সিস্টেমে আপডেট হলেও ডেটা মুছে যাওয়ার সম্ভাবনা নেই। তবুও আগাম সতর্কতা হিসাবে প্রয়োজনীয় ফাইলগুলি ব্যাকআপ করে রাখার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
Oppo Reno K7x-এর স্পেসিফিকেশনগুলির প্রসঙ্গে আসলে, এতে ৯০ হার্টজ এলসিডি ফুল-এইচডি+ ডিসপ্লে, কর্নিং গরিলা গ্লাস ৩ প্রোটেকশন, ৮ জিবি র্যাম + ১২৮ জিবি / ২৫৬ জিবি স্টোরেজ, ৪৮ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা, ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, এবং ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি আছে।