Paytm দিচ্ছে জব্বর অফার, সারামাস ইচ্ছেমত বিদ্যুৎ খরচ করলেও লাগবেনা এক টাকারও বিল
মাসের শেষে মোটা টাকা ইলেকট্রিক বিল গোনার সমস্যা এখন অনেকেরই। তবে আপনি যদি Paytm ইউজার হন তাহলে এখন সারামাস ধরে যথেচ্চাচারে বিদ্যুৎ খরচ করলেও, আপনাকে এক টাকাও বিলের জন্য খরচ করতে হবেনা। হ্যাঁ ঠিকই বলছি! সম্প্রতি জনপ্রিয় UPI পেমেন্ট প্ল্যাটফর্ম Paytm, 'Bijlee Days' নামক অফারের ঘোষণা করেছে। আর এই অফারের দরুনই বিদ্যুৎ বিল পরিশোধের ক্ষেত্রে মিলবে জব্বর সুবিধা। আসলে যারা Paytm-এর মাধ্যমে এখন ইলেকট্রিক বিল মেটাবেন তাদের কোম্পানি ১০০% পর্যন্ত ক্যাশব্যাক এবং অতিরিক্ত পুরষ্কার দেবে। তবে এর জন্য ইউজারদের মাসের নির্দিষ্ট তারিখের মধ্যে টাকা পেমেন্ট করতে হবে।
Paytm থেকে ইলেকট্রিক বিল মেটালেই ফেরত পাওয়া যাবে পুরো টাকা
অনলাইন পেমেন্ট অ্যাপ পেটিএমের ঘোষণা অনুযায়ী, প্রতি মাসের ১০ তারিখ থেকে ১৫ তারিখের মধ্যে প্ল্যাটফর্মটি ব্যবহার করে ইলেকট্রিক বিল পরিশোধ করলে পুরো টাকা ক্যাশব্যাক হিসেবে ফেরত পাওয়া যেতে পারে। এক্ষেত্রে কমপক্ষে ৫০ জন পেটিএম ব্যবহারকারী ২,০০০ টাকা পর্যন্ত মানের অতিরিক্ত সুবিধা পেতে পারেন। এর মধ্যে থাকবে অনলাইন শপিং এবং বিভিন্ন ব্র্যান্ডের ডিসকাউন্ট ভাউচার অ্যাক্সেস করার বিকল্পও। উল্লেখ্য, পেটিএম অ্যাপের মাধ্যমে যারা প্রথমবার বিদ্যুৎ বিল পরিশোধ করবেন তাদের ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক দেবে সংস্থা। এই সুবিধা পেতে তাদের 'ELECNEW200' প্রোমো কোড ব্যবহার করতে হবে।
কীভাবে Paytm দিয়ে বিদ্যুৎ বিল মেটাবেন?
১. পেটিএম ব্যবহার করে ইলেকট্রিক বিল পরিশোধের জন্য আপনাকে প্রথমে এর অ্যাপ বা ওয়েবপেজ খুলতে হবে। এর পর হোমপেজে 'রিচার্জ অ্যান্ড বিল পেমেন্টস' (Recharges and Bill Payments) অপশন উপস্থিত হলে তাতে ক্লিক করে বেছে নিতে হবে বিদ্যুৎ বিলের বিকল্পটি।
২. এখন আপনাকে নিজের বিদ্যুৎ কানেকশনের বোর্ড নির্বাচন করতে হবে। পরবর্তী ধাপে এগিয়ে যেতে এন্টার করতে হবে কাস্টমার আইডেন্টিফিকেশন নম্বর। এক্ষেত্রে আপনি আপনার বিদ্যুৎ বিলে সিএ (CA) নম্বর দেখতে পাবেন। তারপর 'প্রোসিড' (Proceed) অপশনে ক্লিক করলে পেটিএম আপনাকে বিলের অ্যামাউন্ট দেখাবে।
৩. বিল পরিশোধ করতে, আপনি সুবিধা মত যেকোনো পেমেন্ট মোড (Paytm UPI, Paytm Wallet, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং নেট ব্যাঙ্কিংয়ের অপশন) ব্যবহার করতে পারেন।