Poco C40 বাজারে আসা কেবল সময়ের অপেক্ষা, পেয়ে গেল TDRA থেকে ছাড়পত্র

Update: 2022-05-23 10:46 GMT

Poco C40 নিয়ে চর্চা অব্যাহত। কয়েকদিন আগেই এই ফোনকে থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন (NBTC) এবং ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) সার্টিফিকেশন সাইটে দেখা যায়। এরপর ফোনটি ছাড়পত্রও পেয়ে যায়। এখন আবার Poco C40 কে সংযুক্ত আরব আমিরাতের টেলিকমিউনিকেশন অ্যান্ড ডিজিটাল গভর্নমেন্ট রেগুলেটরি অথরিটি (TDRA) সার্টিফিকেশন সাইটে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে বলা যায় ফোনটি শীঘ্রই বিভিন্ন বাজারে লঞ্চ হবে।

Poco C40 পেল TDRA থেকে অনুমোদন

টিপস্টার মুকুল শর্মা পোকো সি৪০ কে টিডিআরএ সার্টিফিকেশন সাইটে খুঁজে পেয়েছেন। অন্যান্য সার্টিফিকেশন সাইটের মতো এখানেও ফোনটির মডেল নম্বর দেখা গেছে 220333QPG। যদিও এখান থেকেও ফোনটির কোনো স্পেসিফিকেশন জানা যায়নি।

https://twitter.com/stufflistings/status/1528566493792808960

উল্লেখ্য, কিছুদিন আগে পোকো তাদের কমিউনিটি ফোরামের একটি পোস্টে জানিয়েছে যে, তারা শীঘ্রই সি সিরিজের অধীনে Poco C40 ও Poco C40+ ফোন দুটি বাজারে আনতে চলেছে। এর মধ্যে প্রথম ফোনটিতে অপিরিচিত JR510 প্রসেসর ব্যবহার করা হবে বলে শোনা যাচ্ছে। আবার এতে এমআইইউআই গো কাস্টম স্কিন থাকতে পারে।

পাশাপাশি Poco C40 ফোনে WiFi 2.4GHz ও 5.0GHz সাপোর্ট করতে পারে। এটি ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে। ফোনটির পরিমাপ থাকতে পারে ১৬৭.১৮ x ৭৬.৮৭ মিমি। আর এর দাম রাখা হতে পারে ১০ হাজার টাকার কাছাকাছি।

Tags:    

Similar News