Redmi K60 সিরিজের সাথে বাজারে আসছে Redmi Buds 4 Youth Edition ইয়ারবাডস, ফিচার টিজ করল Xiaomi

By :  techgup
Update: 2022-12-26 08:10 GMT

চলতি বছরে চীনা টেক জায়ান্ট Xiaomi একাধিক প্রোডাক্ট বাজারে এনেছে। যদিও ব্র্যান্ডটির মোবাইল সকলের কাছে পরিচিত। কিন্তু মোবাইলের পাশাপাশি অন্যান্য স্মার্ট ডিভাইস আনার ক্ষেত্রেও যথেষ্ট পারদর্শিতা দেখিয়েছে সংস্থাটি। প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ২৭ ডিসেম্বর শাওমি আয়োজন করেছে 'Redmi 2022 NewYear Conference' ইভেন্ট। এই ইভেন্টে পর্দা সরানো হবে Redmi K60 সিরিজের উপর থেকে। পাশাপাশি লঞ্চ হবে একটি নতুন ইয়ারফোন, যার নাম Redmi Buds 4 Youth Edition। আজ সংস্থাটি এর ফিচার টিজার করেছে। জানা গেছে এটি সেমি ইন-ইয়ার ডিজাইনে আসবে।

উল্লেখ্য, ২০২১ এর অক্টোবরে এসেছিল Redmi Buds 3 Youth Edition। সেটি অভিনব ক্যাট ইয়ার ডিজাইন এবং ব্লুটুথ ৫.২ সাপোর্ট সহ লঞ্চ হয়েছিল। আবার ইয়ারফোনটি একবার চার্জে ১৮ ঘন্টা ব্যাটারি লাইফ অফার করতে সক্ষম। এছাড়া ইয়ারবাডটি ধুলো এবং জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য IP54 রেটিং সহ এসেছে। এতে ইউএসবি টাইপ সি পোর্ট বর্তমান।

সেদিক থেকে দেখলে এর উত্তরসূরী রেডমি বাডস ৪ ইউথ এডিশন এর ডিজাইনে কিছু পরিবর্তন দেখা যাবে। পূর্বসূরীর হ্যান্ডল লেস ডিজাইনের পরিবর্তে নতুন ইয়ারফোনে দেওয়া হবে হ্যান্ডেল ডিজাইন, যা অ্যাপেল এয়ারপডস -এর সঙ্গে সাদৃশ্যপূর্ণ। প্রসঙ্গত রেডমি বাডস ৩ ইউথ এডিশন হেডসেটের দাম রাখা হয়েছে ৯৯ ইউয়ান ( প্রায় ১,১৭৪ টাকা)। যদিও এখনো পর্যন্ত সংস্থাটি আপকামিং রেডমি বাডস ৪ ইউথ এডিশন ইয়ারফোনের দাম প্রকাশ করেনি।

কিছুদিন আগেই লঞ্চ হয়েছে Xiaomi Buds 4 ইয়ারফোন

দু-সপ্তাহ আগেই শাওমি নিয়ে এসেছে সেমি ইন ইয়ার ডিজাইনের নয়েজ ক্যানসেলিং ইয়ারবাডস, যা Xiaomi Buds 4 নামে পরিচিত। এর দাম রাখা হয়েছে ৬০০ ইউয়ান (প্রায় ৭,১১৭ টাকা )। এই ইয়ারফোন ক্রেতারা তিনটি কালার অপশনে পাবেন। এতে রয়েছে গ্রাফিন ডুয়াল ম্যাগনেটিক সাউন্ড ইউনিট এবং ডায়নামিক এডাপটিভ ইকুইলাইজার মোড। তাছাড়া হাই রেস অডিও ওয়্যারলেস সার্টিফিকেশন যুক্ত এই ইয়ারফোনে এলএইচডিসি ৫.০ ট্রান্সমিশন প্রটোকল সাপোর্ট করবে।

অন্যদিকে, ইয়ারফোনটি রিয়েল টাইম অ্যাক্টিভ নয়েজ রিডাকশন ফিচারের সাথে এসেছে। এটি এআই নয়েজ রিডাকশন ফিচার সাপোর্ট করার পাশাপাশি স্পেশিয়াল অডিও সরবরাহ করবে। এর জন্য ইয়ারফোনটিতে সিক্স এক্সেস সেন্সর বর্তমান। এর ইয়ারবাডগুলি একবার চার্জে এটি ৬ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করতে সক্ষম। আবার চার্জিং কেস সহ ৩০ ঘণ্টা ব্যাটারি লাইফ পাওয়া যাবে। Xiaomi Buds 4 ইয়ারফোন ডুয়াল ডিভাইস কানেকশন সাপোর্ট এবং ঘাম প্রতিরোধী IP54 রেটিং সহ এসেছে।

Tags:    

Similar News