রোজ ৩ জিবি ডেটাসহ মিলবে কল, এসএমএসের সুবিধা; Jio, Vi এবং Airtel-এর সেরা প্রিপেইড প্ল্যান এইগুলি
বর্তমান ডিজিটাল যুগে প্রিপেইড রিচার্জ প্ল্যানের গুরুত্ব সম্পর্কে নতুন করে কিছু বলার আর কোনো প্রয়োজন পড়ে না। আনলিমিটেড ভয়েস কল, পর্যাপ্ত ডেটা, এসএমএস করার সুবিধার পাশাপাশি এখন এই রিচার্জ প্ল্যানগুলির সাথে বিভিন্ন জনপ্রিয় OTT (ওটিটি) প্ল্যাটফর্মের অ্যাক্সেসও মেলে। তবে এই সবকিছুর মাঝে কোন প্ল্যানে কতটা ডেটা পাওয়া যাবে, সেটাই যেন অধিকাংশ ইউজারদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। কেননা অবসর সময় কাটানো এবং যাবতীয় দরকারি কাজ সারার জন্য এখন প্রতিদিনই ব্যবহারকারীদের বিপুল পরিমাণ ইন্টারনেটের প্রয়োজন হয়। সেক্ষেত্রে অবসর সময় কাটানো কিংবা জরুরি কাজ সারার জন্য আপনি যদি এমন কোনো রিচার্জ প্ল্যানের সন্ধানে থাকেন যাতে রোজ ৩ জিবি করে ডেটা পাওয়া যাবে, তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনটি শুধুমাত্র আপনারই জন্য।
আসলে আজ আমরা দেশের সুপরিচিত তিনটি প্রাইভেট নেটওয়ার্ক কোম্পানি অর্থাৎ রিলায়েন্স জিও (Reliance Jio), ভারতী এয়ারটেল (Bharti Airtel) এবং ভোডাফোন আইডিয়া বা ভিআই (Vodafone Idea বা Vi)-এর এমন কয়েকটি প্রিপেইড প্ল্যান সম্পর্কে আলোচনা করব, যেগুলিতে দৈনিক ৩ জিবি ডেটার পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে ওটিটি বেনিফিটও মিলবে। তাহলে আসুন, প্ল্যানগুলির ওপর একনজরে চোখ বুলিয়ে নেওয়া যাক।
Jio-র দৈনিক ৩ জিবি ডেটা প্ল্যান
জিও-র ৪১৯ টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ৩ জিবি ডেটার পাশাপাশি যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল এবং রোজ ১০০টি করে এসএমএস করার সুবিধা পাবেন। এই প্ল্যানটির ভ্যালিডিটি ২৮ দিন। অর্থাৎ, এই প্ল্যান মারফত মোট ৮৪ জিবি ডেটা ব্যবহারের সুযোগ পাবেন ইউজাররা। এছাড়া, এক্সট্রা বেনিফিট হিসেবে ব্যবহারকারীরা JioCinema, JioTV, JioSecurity এবং JioCloud-এর ফ্রি সাবস্ক্রিপশন পাবেন।
এছাড়া জিও আরও তিনটি প্ল্যানে দৈনিক ৩ জিবি ডেটা অফার করে যেগুলির দাম ৬০১ টাকা, ১,১৯৯ টাকা ও ৪,১৯৯ টাকা এবং প্ল্যানগুলির মেয়াদ যথাক্রমে ২৮ দিন, ৮৪ দিন ও ৩৬৫ দিন। এই তিনটি প্ল্যানেই রোজ ৩ জিবি ডেটা, যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল এবং রোজ ১০০টি করে এসএমএসের পাশাপাশি JioCinema, JioTV, JioSecurity, এবং JioCloud-এর ফ্রি সাবস্ক্রিপশন পাবেন ইউজাররা। তবে ৬০১ টাকার জিও প্রিপেইড প্ল্যান বেছে নিলে ২৮ দিনের মেয়াদে দৈনিক ৩ জিবি ডেটার পাশাপাশি বাড়তি হিসেবে গ্রাহকেরা পেয়ে যাবেন অতিরিক্ত ৬ জিবি ডেটা খরচের সুযোগ এবং ১ বছরের জন্য Disney+Hotstar Mobile-এর ফ্রি সাবস্ক্রিপশন। আবার, ৪,১৯৯ টাকার প্ল্যান রিচার্জ করলেও সম্পূর্ণ বিনামূল্যে মিলবে ১ বছরের জন্য Disney+Hotstar Mobile-এর অ্যাক্সেস।
Vodafone Idea-র দৈনিক ৩ জিবি ডেটা প্ল্যান
ভোডাফোন আইডিয়া বর্তমানে ৩৫৯ টাকার একটি প্রিপেইড প্ল্যান অফার করে, যাতে ২৮ দিনের মেয়াদে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল, রোজ ১০০টি এসএমএসের পাশাপাশি প্রতিদিন ৩ জিবি করে ডেটা পাওয়া যায়। এছাড়া অতিরিক্ত বেনিফিট হিসেবে, এই প্ল্যানে ডেটা ডিলাইটস (প্রতি মাসে ২ জিবি ডেটা ব্যাকআপ), উইকএন্ড ডেটা রোলওভার (সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দৈনিক ডেটা লিমিটের মধ্যে থেকে পড়ে থাকা অবশিষ্ট ডেটা শনিবার এবং রবিবার ব্যবহার করা যাবে), বিঞ্জ অল নাইট ডেটা (রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত নিখরচায় ইন্টারনেট ব্যবহারের সুবিধা) এবং Vi Movies & TV প্ল্যাটফর্মের অ্যাক্সেস মেলে।
আবার সংস্থার ৯০১ টাকার প্ল্যানেও যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল, রোজ ১০০টি করে এসএমএসের পাশাপাশি প্রতিদিন ৩ জিবি করে ডেটা খরচের সুযোগ পাবেন ইউজাররা। এই প্ল্যানটির ভ্যালিডিটি ৭০ দিন। এছাড়া এক্সট্রা বেনিফিট হিসেবে এই প্ল্যানেও মিলবে ডেটা ডিলাইটস, উইকএন্ড ডেটা রোলওভার, বিঞ্জ অল নাইট ডেটা, ১ বছরের জন্য Disney+Hotstar Mobile-এর ফ্রি সাবস্ক্রিপশন এবং Vi Movies & TV অ্যাক্সেসের সুবিধা। উল্লেখ্য, ১ বছরের জন্য Disney+ Hotstar Mobile-এর অ্যাক্সেস মেলায় ইউজাররা কোনো অতিরিক্ত খরচ ছাড়াই এই প্ল্যান মারফত এক্সক্লুসিভ টিভি শো, সিরিয়াল, লাইভ স্পোর্টস, এবং ডাব করা হলিউড মুভি দেখার সুযোগ পাবেন।
Airtel-এর দৈনিক ৩ জিবি ডেটা প্ল্যান
এই সংস্থার ৫৯৯ টাকার প্রিপেইড প্ল্যান রিচার্জ করলে ২৮ দিনের মেয়াদে আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০ টি করে এসএমএস এবং দৈনিক ৩ জিবি ডেটা ব্যবহারের সুযোগ পাবেন ইউজাররা। উপরন্তু এক্সট্রা বেনিফিট হিসেবে, এই প্ল্যানে রয়েছে ১ বছরের জন্য Disney+ Hotstar Mobile-এর ফ্রি সাবস্ক্রিপশন, ৩ মাসের জন্য Apollo 24/7 Circle-এর অ্যাক্সেস, FASTag-এ ১০০ টাকা ক্যাশব্যাক, ফ্রি Hello Tunes এবং Wynk Music-এর ফ্রি সাবস্ক্রিপশনের সুবিধা।