Royal Enfield Classic 350 vs Honda CB350, দুই ক্লাসিক বাইকের মধ্যে কোনটায় বেশি মানাবে আপনাকে?

By :  SUMAN
Update: 2022-10-28 07:08 GMT

বর্তমানে ৩৫০ সিসির মোটরসাইকেলের বাজারে নেতৃত্ব প্রদানকারী সংস্থা হিসেবে রয়্যাল এনফিল্ড (Royal Enfield) একটি কিংবদন্তি নাম। উক্ত সেগমেন্টে Bullet 350 ও Classic 350-এর জনপ্রিয়তার উপর ভর করে একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে চেন্নাইয়ের সংস্থা। এদিকে বিক্রির নিরিখে দেশের দ্বিতীয় বৃহত্তম টু-হুইলার নির্মাতা হল হোন্ডা (Honda)। ৩৫০ সিসি মোটরবাইকের বাজারে Classic 350-এর মূল প্রতিপক্ষ হিসেবে রয়েছে তাদের Honda H’ness CB350। এদের মধ্যে বাজার ধরার জন্য হাড্ডাহাড্ডি লড়াই চলে। এই প্রতিবেদনে দুই ক্লাসিক বাইকের মধ্যে আপনাকে কোনটায় বেশি মানাবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা রইল।

Royal Enfield Classic 350 vs Honda H’ness CB350 ফিচার্স

ফিচারের প্রসঙ্গে বললে Classic 350-কে পেছনে ফেলে এগিয়ে গিয়েছে H’ness CB350। এতে রয়েছে সম্পূর্ণ এলইডি লাইটিং, অ্যালয় হুইল, ব্লুটুথ কানেক্টিভিটি এবং ট্রাকশন কন্ট্রোল। এদিকে Classic 350 এখনও হ্যালোজেন লাইটই ব্যবহার করে। সম্প্রতি এর নতুন মডেলে রয়্যাল এনফিল্ড একটি ফুয়েল গজ এবং ইউএসবি পোর্ট যুক্ত করেছে। এছাড়া রয়েছে ট্রিপার নেভিগেশন।

Royal Enfield Classic 350 vs Honda H’ness CB350 হ্যান্ডলিং

এখন বিষয় হচ্ছে উপরিউক্ত দুই মডেলের মধ্যে কোনটির হ্যান্ডেলিং সহজতর। সেদিক থেকেও কিন্তু এগিয়ে Honda H’ness CB350। কেন জানেন? কারণ এই বাইকটির ওজন Classic 350-র থেকেও হালকা। Classic 350 যেখানে ১৯৫ কেজি ওজনের, সেখানে ১৮১ কেজি দিয়ে H’ness CB350 নিজের নিয়ন্ত্রণ সহজ করে তুলেছে।

Royal Enfield Classic 350 vs Honda H’ness CB350 আরাম

Classic 350-র চাইতে Honda H’ness CB350-র ক্লাচ হালকা। তাই যানজট পূর্ণ শহরের রাস্তায় হোন্ডার মোটরসাইকেলটি বেশি কার্যকর। এছাড়া এর সাসপেনশনটিও বেশ আরামদায়ক। ফলত স্পিড ব্রেকার পেরোতে এটি Classic 350-র চাইতে অধিক সাবলীল।

Royal Enfield Classic 350 vs Honda H’ness CB350 গতিবেগ

আবার Classic 350-এর তুলনায় H’ness CB350-র গতিবেগও বেশি। এতে রয়েছে দীর্ঘতর গিয়ারিং ব্যবস্থা, শক্তিশালী মিড রেঞ্জ এবং লং স্ট্রোক ইঞ্জিন। ইঞ্জিনের সাথে স্লিপ এবং অ্যাসিস্ট ক্লাচ রাইডিংয়ে মসৃণতা দেয়। আবার গিয়ার শিফ্টিংও স্মুদ। উপরে উক্ত আলোচনা থেকে এটি স্পষ্ট যে Classic 350-কে সবদিক থেকেই কুপকাত করেছে Honda H’ness CB350।

Tags:    

Similar News