Hunter 350 এর বিপুল জনপ্রিয়তা দেখে এই বাইকের 450cc ভার্সন আনতে চলেছে Royal Enfield

By :  techgup
Update: 2022-12-12 08:11 GMT

আর কয়েক মাসের মধ্যেই আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে চলেছে রয়্যাল এনফিল্ডের নতুন ৪৫০ সিসির হিমালয়ান (Himalayan)। বাইকটির পরীক্ষা-নিরীক্ষার কাজ প্রায় সম্পূর্ণ হয়েছে। অন্যদিকে এই একই প্লাটফর্মের উপর আরো বেশ কয়েকটি নতুন বাইক আনার ভাবনাচিন্তা রয়েছে তাদের। এর মধ্যে অন্যতম হান্টার ৪৫০ (Hunter 450)। এই নামে আসতে চলেছে বলে মনে করা একটি নতুন মোটরসাইকেলের রোড টেস্টিংয়ের ছবি ছড়িয়ে পড়েছে অনলাইনে। বাইকটিতে একগুচ্ছ অ্যাক্সেসরিজের উপস্থিতি লক্ষ্যণীয়।

প্রতিবেদন অনুযায়ী, রয়্যাল এনফিল্ড হান্টার ৪৫০ মডেলে৪৫০ সিসির সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড ইঞ্জিন থাকবে। যা সর্বোচ্চ ৪০ এইচপি শক্তি এবং ৪৫এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম হবে। সাসপেনশনের দায়িত্ব সামলাতে সামনের চাকায় সাধারণ টেলিস্কোপিক ফর্ক ও পিছনেমনোশক অ্যাবজর্ভার দেখা গিয়েছে। আর উভয় চাকাতেই সিঙ্গেল ডিস্ক ব্রেক ও ডুয়েল চ্যানেল এবিএস বর্তমান।

হান্টার ৪৫০-র এই টেস্টিং ইউনিটে সামনে ও পিছনে উভয়দিকেই অ্যালয় হুইল দেখা যাচ্ছে। এগুলি সম্ভবত ১৭ ইঞ্চির এবং টিউবলেস টায়ার যুক্ত। এর পাশাপাশি বাইকটিতে বেশ কিছু টুরিং অ্যাক্সেসরিজ লাগানো রয়েছে। এগুলি হল স্যাডেল স্টে, টপ বক্স মাউন্ট এবং ট্যুরিং মিরর। একদম সামনে এলইডি হেডলাইট দৃশ্যমান হলেও এর ইন্সট্রুমেন্ট ক্লাসটার সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে অতিরিক্ত অ্যাক্সেসরি হিসাবে হান্টার ৪৫০-এ ট্রিপার নেভিগেশন সিস্টেম হয়তো দেওয়া হতে পারে।

Photo Credit : www.motorradonline.de

হান্টার ৪৫০-র লঞ্চ হওয়ার সঠিক দিনক্ষণ সম্পর্কে কিছুই জানায়নি রয়্যাল এনফিল্ড। তবে আশা করা যায় হিমালয়ান ৪৫০-র আত্মপ্রকাশের পরেই বাজারে আসবে এই নতুন বাইকটি। তাই আগামী বছরের দ্বিতীয় অর্ধতে হয়তো অফিশিয়ালি লঞ্চ হতে পারে হান্টার ৪৫০। উল্লেখ্য, হান্টার ৩৫০ ইতিমধ্যেই বিপুল জনপ্রিয় হয়েছে। আর সে কারণেই বাইকটির ৪৫০ সিসি ভার্সন বাজারে আসতে চলেছে বলে অনুমান।

Tags:    

Similar News