Samsung Galaxy M33 5G দুর্দান্ত ফিচার সহ এবার ভারতে আসছে, পাওয়া যাবে Amazon থেকে

Update: 2022-03-24 04:45 GMT

চলতি মাসের শুরুতেই স্যামসাং একটি প্রেস রিলিজের মাধ্যমে নীরবে Samsung Galaxy M33 5G এবং Galaxy M23 5G ফোনগুলির ওপর থেকে পর্দা সরিয়েছে। তবে বিক্রির জন্য এই ফোনগুলি এখনও বাজারে উপলব্ধ হয়নি। যদিও এখন ই-কমার্স সাইট, অ্যামাজন ইন্ডিয়া একটি টিজার প্রকাশ করেছে এবং এতে উল্লেখ আছে যে একটি নতুন Galaxy M সিরিজের ডিভাইস শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে।

Samsung Galaxy M33 5G শীঘ্রই আসছে ভারতের বাজারে

মাইস্মার্টপ্রাইস (MySmartPrice)- এর রিপোর্ট অনুযায়ী, অ্যামাজনের ভারতীয় শাখার ওয়েবসাইটে প্রকাশিত স্যামসাংয়ের টিজারে কোনও নির্দিষ্ট মডেলের নাম উল্লেখ করা হয়নি। তবে টিজার পেজের সোর্স কোডটি নিশ্চিত করেছে যে, এই ফোনটি নতুন স্যামসাং গ্যালাক্সি এম ৩৩ ৫জি হবে। এর সাথে ডিভাইসটির একটি টিজার ভিডিও সামনে এসেছে, যা এই ফোনের দুটি কালার অপশনের পাশাপাশি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং হেডফোন জ্যাকের মতো ফিচারগুলি প্রকাশ করছে।

স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি স্পেসিফিকেশন এবং ফিচার (Samsung Galaxy M33 5G Specifications and Features)

স্যামসাং ইতিমধ্যেই গ্যালাক্সি এম৩৩ ৫জি-এর বেশিরভাগ স্পেসিফিকেশনগুলিই প্রকাশ করেছে। এই স্মার্টফোনে ৬.৬ ইঞ্চির টিএফটি ফুল এইচডি+ (১,০৮০ x ২,৪০৮ পিক্সেল) এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিভাইসটি একটি অক্টা কোর প্রসেসর দ্বারা চালিত হবে, আর এর গিকবেঞ্চ তালিকা অনুযায়ী, এটি স্যামসাং এর নিজস্ব এক্সিনস ১২৮০ চিপসেটটিই হবে। এটি ৬ জিবি/৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সহ বাজারে পা রাখবে। আবার মাইক্রো-এসডি কার্ডের মাধ্যমে এই স্টোরেজ ১ টিবি পর্যন্ত সম্প্রসারণও করা যাবে।

ফটোগ্রাফির জন্য, Samsung Galaxy M33 5G- এর রিয়ার প্যানেলে অবস্থিত কোয়াড-ক্যামেরা সেটআপের মধ্যে উপস্থিত থাকবে এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, এফ/২.২ অ্যাপারচার সহ ৫ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স, এফ/২.৪ অ্যাপারচার সহ ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং এফ/২.২ অ্যাপারচার সহ ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে এফ/২.২ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান।

Samsung Galaxy M33 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য শক্তিশালী ৬,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে এবং এটি রান করবে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ান ইউআই ৪.১ (One UI 4.1) কাস্টম স্কিনে। ডিভাইসটির অনবোর্ড সেন্সরগুলির মধ্যে রয়েছে, অ্যাক্সিলোমিটার, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, জাইরো সেন্সর, জিওম্যাগনেটিক সেন্সর, ভার্চুয়াল লাইট সেন্সর, ভার্চুয়াল এবং প্রক্সিমিটি সেন্সর। এছাড়া, Samsung Galaxy M33 5G- এর পরিমাপ ১৬৫.৪ x ৭৬.৯ x ৯.৪ মিলিমিটার এবং ওজন ২১৫ গ্রাম।

Tags:    

Similar News