Samsung Galaxy M33 5G ভারতে লঞ্চ হচ্ছে 2 এপ্রিল, জেনে নিন ফিচার

Update: 2022-03-26 17:07 GMT

স্যামসাং এপ্রিলের প্রথম দিকেই ভারতের বাজারে তাদের M সিরিজে অন্তর্ভুক্ত নতুন Samsung Galaxy M33 5G স্মার্টফোনটি লঞ্চ করতে চলেছে। ই-কমার্স সাইট অ্যামাজন (Amazon)-এ এই মিড-রেঞ্জ স্যামসাং স্মার্টফোনটির জন্য একটি মাইক্রোসাইট তৈরি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে আগামী ২ এপ্রিল, দুপুর ১২ টার সময় এই আসন্ন হ্যান্ডসেটটির ওপর থেকে পর্দা সরানো হবে। Samsung Galaxy M33 5G ফোনটি ৫ ন্যানোমিটার প্রক্রিয়ায় নির্মিত একটি অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত হবে এবং এতে ২৫ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। আবার এই স্যামসাং ফোনটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬ ইঞ্চির এলসিডি ডিসপ্লে সহ আসবে বলে জানা গেছে এবং এতে একটি কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। ভারতে Galaxy M33 5G-এর দাম সংক্রান্ত কোনও তথ্য এখনও প্রকাশ করা হয়নি। তবে অ্যামাজনের ‘নোটিফাই মি’ বাটনে ক্লিক করে আগ্রহী ক্রেতারা স্মার্টফোনটির সেলের সময় সম্পর্কে নোটিফিকেশন পেতে পারেন।

স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি -এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Samsung Galaxy M33 5G Expected Specifications)

অ্যামাজনের মাইক্রোসাইট অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি-এ একটি ৫ ন্যানোমিটার অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হবে। এই স্মার্টফোনটি ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ- এই দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। অ্যামাজন তালিকাটি আরও নিশ্চিত করে যে, স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি ফোনটি ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি শক্তিশালী ৬,০০০এমএইচ ব্যাটারির সাথে আসবে।

এছাড়াও, এই স্মার্টফোনটির কিছু স্পেসিফিকেশন এই মাসের শুরুর দিকে এক টিপস্টার প্রকাশ করেছিলেন এবং সেগুলি Samsung Galaxy M33 5G-এর সাথে সামঞ্জস্যপূর্ণ, যেটি Samsung Galaxy A13, Samsung Galaxy A23 এবং Samsung Galaxy M23 5G-এর পাশাপাশি বিশ্ব বাজারে লঞ্চ করা হয়েছিল৷ টিপস্টারের বক্তব্য অনুযায়ী, Samsung Galaxy M33 5G-এর ভারতীয় সংস্করণটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ান ইউআই ৪.১ (One UI 4.1) কাস্টম স্কিনে চলবে বলে জানা গেছে। এই স্মার্টফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ একটি ৬.৬ ইঞ্চির ফুল-এইচডি+ (১,০৮০x২,৪০৮ পিক্সেল) এলসিডি ডিসপ্লে দেখা যাবে।

ফটোগ্রাফির জন্য, Galaxy M33 5G-এ কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে, যেমনটা অ্যামাজন তালিকায়ও দেখা গেছে। এই সেটআপের মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৫ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং দুটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো এবং ডেপ্থ ক্যামেরা উপস্থিত থাকবে। এই হ্যান্ডসেটের সামনে সেলফি এবং ভিডিও কলের জন্য একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। টিপস্টার জানিয়েছেন, Galaxy M33 5G ফোনে একটি ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাকের সাথে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও মিলবে।

Tags:    

Similar News