কেন কিনবেন Smart TV? যখন 10 হাজার টাকার কমে পাওয়া যাচ্ছে বড় স্ক্রিন

By :  techgup
Update: 2024-04-18 09:15 GMT

করোনার সময় থেকে ব্যাপক ভাবে বদলে গেছে মানুষের জীবনে যাত্রার ধরন। দীর্ঘদিন গৃহবন্দী থাকার কারণে, মানুষ ঘরে বসে বিভিন্ন সিনেমা, ওয়েব সিরিজ বা অন্যান্য শো দেখতে অভ্যস্ত হয়ে উঠেছে। যেহেতু মোবাইল স্ক্রিনের তুলনায় বড় স্ক্রিনে ভিডিও কনটেন্ট বেশি উপভোগ্য, তাই মানুষ স্মার্টটিভির উপর আকর্ষিত হয়ে পড়েছেন। তবে, এমনও অনেক মানুষ আছেন, যারা অতিরিক্ত খরচের জন্য এখনো স্মার্টটিভি কিনে উঠতে পারেনি। তবে সেই সকল মানুষদের এই প্রতিবেদনে এমন একধরনের ডিভাইসের কথা জানাবো যার দাম 10,000 টাকারও কম এবং যার মাধ্যমে তারা বড়ো স্ক্রিন উপভোগ করা যাবে। প্রকৃতপক্ষে, এই প্রতিবেদনে যে ডিভাইসগুলির কথা বলা হচ্ছে সেগুলি হল স্মার্ট প্রজেক্টর (Smart Projector)। এগুলি আপনি এখন Flipkart এবং Amazon এর মতো ই-কমার্স সাইটে পেয়ে যাবেন ভীষণ সস্তায়।

10,000 টাকার কমে পাওয়া যাচ্ছে স্মার্ট প্রজেক্টর (Smart Projector) -

1) EGate i9 Pro-Max 6900 Lumens Bluetooth প্রজেক্টর-

এখন আপনি EGate-এর এই প্রজেক্টরটি ই-কমার্স সাইট অ্যামাজন থেকে মাত্র 7,900 টাকায় কিনতে পারবেন। যার সাহায্যে আপনি 210 ইঞ্চির বড় স্ক্রিন উপভোগ করতে পারবেন। আর এই প্রজেক্টরটি সহজেই বহনযোগ্য এবং যে কোনো জায়গায় একে ইন্সটল করা যাবে। পাশাপাশি, এর ডিজাইনটিও অত্যন্ত আকর্ষণীয়।

2) Zebronics Pixaplay 11 Portable LED প্রজেক্টর-

এখন অ্যামাজনে জেব্রনিক্স-এর এই প্রজেক্টরটি পাওয়া যাবে মাত্র 6499 টাকায়। যাতে আছে বিল্ট ইন স্পিকার, 1080 পিক্সেল FHD সমর্থন, রিমোট কন্ট্রোল এবং 1280 x 720 পিক্সেল ডিসপ্লে রেজোলিউশন। এছাড়াও, এর সর্বোচ্চ স্ক্রিন প্রজেকশন সাইজ হলো 381 ইঞ্চি।

3) Zync T6 Android স্মার্ট প্রজেক্টর-

ফ্লিপকার্টে এই প্রজেক্টরটি বর্তমানে 8,599 টাকায় তালিকাভুক্ত করা হয়েছে। ফিচার হিসেবে যাতে আছে, ইলেকট্রনিক ফোকাস সহ মাল্টি কানেক্টিভিটি এবং বিভিন্ন ফরম্যাটের সমর্থন। আর, এই প্রজেক্টরটিতে ইন্টারনাল স্পিকার এবং ডুয়াল-ব্যান্ড সাপোর্ট সহ 1920×1080 পিক্সেল ডিসপ্লে রেজোলিউশনও উপস্থিত।

4) TOPTRO শর্ট থ্রো 720p নেটিভ রেজোলিউশন প্রজেক্টর-

বিশেষভাবে ডিজাইন করা এই প্রজেক্টরটি এখন আপনি অ্যামাজন থেকে কিনতে পারবেন 9,811 টাকায়। এই অ্যান্ড্রয়েড প্রজেক্টরটিতে ম্যানুয়াল ফোকাস, বিল্ট-ইন অ্যাপস এবং 5G কানেকশন সাপোর্টও উপস্থিত। এছাড়াও, এতে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট এবং 3W হাই-ফাই স্পিকারও দেওয়া হয়েছে।

5) Dkian RD813+ Smart HD প্রজেক্টর -

বর্তমানে Dkian-এর এই প্রজেক্টরটি আপনি ফ্লিপকার্ট থেকে 7,191 টাকায় কিনতে পারবেন। এই দীর্ঘস্থায়ী পোর্টেবল হোম থিয়েটার প্রজেক্টরে দেওয়া হয়েছে উন্নত মানের দুর্দান্ত স্ক্রিন যাতে আপনি মুভি, স্পোর্টস শো, বিভিন্ন ওটিটি কনটেন্ট এবং ফটো উপভোগ করতে পারবেন। উল্লেখ্য, এই প্রজেক্টরে একটি ফুল এইচডি স্ক্রিন এবং 1920 পিক্সেল রেজোলিউশন উপস্থিত।

Tags:    

Similar News