Redmi, Vivo, Oppo -র ১০ হাজার টাকার কমে সেরা স্মার্টফোন দেখে নিন

By :  SUPARNA
Update: 2022-05-16 07:13 GMT

হরেকরকমের মডেলের আনাগোনায় ভারতীয় স্মার্টফোন বাজার এখন প্রায় ফুলে-ফেঁপে উঠেছে। বিভিন্ন সেগমেন্টের অধীনে একাধিক বিকল্প উপলব্ধ থাকার কারণে ক্রেতারা যথেষ্ট বিভ্রান্ত হয়ে পড়েন একটি নয়া হ্যান্ডসেট কিনতে গিয়ে। তাই আজ আমরা আপনাদের এই বিভ্রান্তির সমাধানের জন্য, এমন ৪টি সেরা বাজেট রেঞ্জের স্মার্টফোনের খোঁজ নিয়ে চলে এসেছি। ই-কমার্স সাইট Flipkart প্রতিবেদনে উল্লেখিত প্রত্যেকটি স্মার্টফোনের সাথেই প্রায় ১০% ডিসকাউন্ট অফার করছে। যারপর, হ্যান্ডসেটগুলিকে আপনারা ১০,০০০ টাকার কমে কিনে নিতে পারবেন।

Flipkart -এ ১০,০০০ টাকার নিচে উপলব্ধ স্মার্টফোনের তালিকা

Redmi 9i Sport : রেডমি ৯আই স্পোর্ট ফোনে আছে একটি ৬.৫৩ ইঞ্চির এইচডি প্লাস (৭২০×১৬০০ পিক্সেল) IPS ওয়াটারড্রপ স্টাইল নচ ডিসপ্লে, যার এসপেক্ট রেশিও ২০:৯ এবং ব্রাইটনেস ৪০০ নিট পিক। রিডিং মোড সহ আসা এই ফোনে ব্যবহার করা হয়েছে ২.০ গিগাহার্টজ অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি২৫ প্রসেসর। এটি অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক এমআইইউআই ১২ কাস্টম স্কিনে চলবে।

ফটো ও ভিডিও তোলার জন্য Redmi 9i Sport ফোনের পিছনে এফ/২.২ অ্যাপারচার সহ ১৩ মেগাপিক্সেল ক্যামেরা উপস্থিত। আবার সামনে দেখা যাবে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। সিকিউরিটির জন্য এতে ফেস আনলক ফিচার উপলব্ধ। পাওয়ার ব্যাকআপের জন্য Redmi 9i Sport ফোনে ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।

দাম : Redmi 9i ফোনকে ৯,৯৯০ টাকায় লঞ্চ করা হয়েছিল। কিন্তু, বর্তমানে এই মডেলকে ই-কমার্স সাইট ফ্লিপকার্টে ১০% ডিসকাউন্টের সাথে মাত্র ৮,৯৯৯ টাকায় বিক্রি করা হচ্ছে।

Realme Narzo 50i : রিয়েলমি নারজো ৫০আই ফোনটিতে রয়েছে, একটি ওয়াটার ড্রপ নচ স্টাইলের ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস LCD ডিসপ্লে, যা ২০:৯ এসপেক্ট রেশিও, ৮৮.৭ % স্ক্রিন-টু-বডি রেশিও, ২৭০ পিপিআই পিক্সেল ডেনসিটি ও ৪০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। উন্নত পারফরম্যান্সের জন্য ফোনে অক্টা-কোর এসসি৯৮৬৩এ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি, অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি ইউআই গো ওএস দ্বারা চালিত। রিয়েলমি নারজো ৫০আই ফোনে, এফ/২.০ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেল এআই রিয়ার ক্যামেরা দেখা যাবে, যা ৩০এফপিএস রেটে ১০৮০পিক্সেল ভিডিও রেকর্ডিংয়ে সমর্থ। এছাড়া, সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনটির সামনে ৫ মেগাপিক্সেলের এআই সেলফি ক্যামেরা‌ উপস্থিত। ডায়াগোনাল স্ট্রাইপ ডিজাইনের সাথে আসা এই রিয়েলমি ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহৃত হয়েছে।

দাম : ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজের সাথে আসা Realme Narzo 50i স্মার্টফোনকে ফ্লিপকার্টে ৬% ডিসকাউন্টের সাথে বিক্রি করা হচ্ছে। যারপর, ফোনটির দাম কমে ৭,৪৯৯ টাকা হয়ে গেছে। এছাড়া খরিদদারীর সময়ে HDFC ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করলে আরো ১,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অফার করা হবে।

Oppo A12 : ওপ্পো এ১২ ফোনে আছে ৬.২৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যা ৪৫০ নিট পিক ব্রাইটনেস অফার করে। সুরক্ষার জন্য এই ডিসপ্লের উপরে রয়েছে গরিলা গ্লাস ৩ এর প্রোটেকশন। বাজেট-রেঞ্জের এই ফোনে মিডিয়াটেক হেলিও পি৭৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডুয়াল সিমের এই ওপ্পো ফোনটি অ্যান্ড্রয়েড ৯ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত হয়। ক্যামেরা ফ্রন্টের কথা বললে, ওপ্পো এ১২ ফোনে ডুয়েল ক্যামেরা সেটআপ বিদ্যমান। এগুলি হল, ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। এছাড়া, সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরাও দেওয়া হয়েছে। আবার, পাওয়ার ব্যাকআপের জন্য এতে রয়েছে ৪,৩২০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি।

দাম : ফ্লিপকার্টের লিস্টিং অনুসারে, Oppo A12 স্মার্টফোনের ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ অপশনকে মাত্র ৯,৯৯০ টাকা খরচ করে কেনা যাবে। জানিয়ে রাখি, ফোনটির আসল দাম ১০,৯৯০ টাকা। তবে সীমিত সময়ের জন্য এটিকে ৯% ডিসকাউন্টের সাথে উপলব্ধ করা হয়েছে। একইসাথে, ব্যাঙ্ক অফারের দরুন ১,০০০ টাকার ছাড়ও মিলবে। উল্লেখ্য, Oppo A12 ফোনটিকে ব্লু, ব্ল্যাক, ডিপ ব্লু ও ফ্লোয়িং সিলভার এই চারটি কালার বিকল্পে বেছে নেওয়া যাবে।

Vivo Y11 : ভিভো ওয়াই১১ স্মার্টফোনে রয়েছে একটি ৬.৩৫ ইঞ্চির (৭২০x১৫৪৪ পিক্সেল) IPS LCD ডিসপ্লে, যার পিক্সেল ডেনসিটি ২৬৮ পিপিআই এবং স্ক্রিন-টু-বডি রেশিও ৮১.৪%। উন্নত পারফরম্যান্স অফার করার জন্য এটি অ্যাড্রেনো ৫০৫ জিপিইউ এবং ১২ এনএম প্রসেসিং নোড ভিত্তিক কোয়ালকম এসডিএম৪৩৯ স্ন্যাপড্রাগন ৪৩৯ প্রসেসর সহ এসেছে। ক্যামেরা ফ্রন্টের ক্ষেত্রে, এই ডিভাইসে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর সমন্বিত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। আর সেলফি তোলার জন্য এতে এফ/১.৮ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং সেন্সর পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই হ্যান্ডসেটে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।

দাম : Vivo Y11 স্মার্টফোনের ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ অপশনের ৯,৯৯০ টাকা। এটিকে ফ্লিপকার্টের মাধ্যমে আপনারা কিনতে পারবেন।

Tags:    

Similar News