Tata Ace EV: এই প্রথম ইলেকট্রিক কমার্শিয়াল গাড়ি লঞ্চ করল টাটা, ফুল চার্জে ছুটবে 150 কিমি

By :  SUMAN
Update: 2022-05-07 11:47 GMT

ভারতে এই প্রথম পণ্য পরিবহনের উপযোগী বৈদ্যুতিক বাণিজ্যিক গাড়ি নিয়ে এলো টাটা মোটরস (Tata Motors)। গাড়িটির নামকরণ করা হয়েছে Tata Ace EV। ইতিমধ্যেই টাটা দেশের একাধিক ই-কমার্স এবং পণ্য সরবরাহকারী সংস্থা যেমন ফ্লিপকার্টের সাথে মৌ স্বাক্ষর করেছে। Ace EV কার্গো গাড়ি সেইসব কোম্পানিকেই সরবরাহ করা হবে। এদিকে লঞ্চ হলেও গাড়িটির দাম জানায়নি টাটা। জানা গেছে, পরবর্তী ত্রৈমাসিকে এগুলি ডেলিভারি দেওয়ার সময় দাম ঘোষণা করা হবে।

Tata Ace EV ব্যাটারি, রেঞ্জ ও মোটর

একটি ২১.৩ কিলোওয়াট আওয়ার লিথিয়াম-আয়ন ফসফেট ব্যাটারি প্যাক সহ এসেছে টাটা এস ইভি। এর ইলেকট্রিক মোটরটি থেকে ২৭ কিলোওয়াট শক্তি এবং ১৩০ এনএম টর্ক আউটপুট পাওয়া যাবে। আবার সম্পূর্ণ চার্জে গাড়িটির শংসাপত্র প্রাপ্ত রেঞ্জ ১৫৪ কিমি। ফাস্ট এবং রেগুলার উভয় চার্জিং বিকল্পে চার্জ করা যাবে। রেগুলার চার্জার দিয়ে ২০-১০০% চার্জ হতে সময় লাগবে ৬-৭ ঘন্টা, যেখানে ফাস্ট চার্জার দিয়ে ১.৪৫ ঘন্টায় ১০-৮০% চার্জ হয়ে যাবে।

গাড়িটির সাথে উপলব্ধ একটি ১৫ অ্যাম্পিয়ার সকেট, যার সাহায্যে বাড়িতে চার্জ করা যাবে। গাড়িটির ফিচারের তালিকায় উপস্থিত টেলিম্যাটিক্স, ব্যাটারির জন্য লিকুইড কুলিং সিস্টেম, অ্যারোডিনামিক, হালকা ওজনের বডি, যন্ত্রাংশে IP 67 রেটেড জল ও ধুলোবালি প্রতিরোধকারী ব্যবস্থা এবং সুরক্ষার জন্য রিজেনারেটিভ ব্রেকিং। সংস্থার দাবি এতে ৫+ বছরের ব্যাটারি লাইফ ও যেকোনো আবহাওয়ায় সুরক্ষা মিলবে।

প্রসঙ্গত, ২০০৫ সালে প্রথাগত জ্বালানির বিকল্পে হাজির হওয়ার প্রায় ১৭ বছর পর বৈদ্যুতিক ভার্সনে আত্মপ্রকাশ করল টাটা এস ইভি। এখনও পর্যন্ত সাবেকি জ্বালানির মডেলটির বিক্রির পরিমাণ ২৩ লক্ষের অধিক। বর্তমানে ভারতের ছোট পণ্যবাহী গাড়ি বাজারের ৭০% টাটা এস-এর আওতাধীন।

Tags:    

Similar News