Smartphone Battery Tips: আজই বন্ধ করুন এই পাঁচ কাজ, বেড়ে যাবে ফোনের ব্যাটারি লাইফ

By :  techgup
Update: 2024-01-19 05:49 GMT

স্মার্টফোনের ব্যাটারি ক্যাপাসিটি বেশি হওয়ার পরও আপনার কিছু ভুল অভ্যাস চার্জ দ্রুত নষ্ট করে দিতে পারে। এমনকি ফোনের ব্যাটারি ব্লাস্টও হয়ে যেতে পারে। আসুন জেনে নেওয়া যাক স্মার্টফোন নিয়ে কোন কোন বদ অভ্যাসগুলি আজই ত্যাগ করা উচিত।

বরফের মধ্যে ফোন রাখা

ফোন অতিরিক্ত গরম হয়ে গেলে অনেক সময় আমরা বরফে ভরে বা ফ্রিজে রাখার কথা চিন্তা করি। কিন্তু এতে ফোনের ব্যাটারির ক্ষতি হতে পারে।

অতিরিক্ত চার্জ

ফোনটি দীর্ঘক্ষণ চার্জ দিলে এর ব্যাটারির ওপর চাপ পড়ে। তাই ব্যাটারি চার্জ হওয়ার পর চার্জার খুলে ফেলাই ভালো। বিশেষজ্ঞরা ব্যাটারি ১০০ শতাংশের পরিবর্তে ৯৫ শতাংশ পর্যন্ত চার্জ করার পরামর্শ দেন। একই সঙ্গে ব্যাটারি ঘন ঘন চার্জ দেওয়াও উচিত নয়।

গরমকে উপেক্ষা করা

ব্যাটারি দ্রুত গরম হতে থাকলে এর জীবনকাল হ্রাস পেতে পারে। এটি এতটাই বিপজ্জনক যে এর ফলে ব্যাটারিতে আগুন ধরেও যেতে পারে।

ফাস্ট চার্জার ব্যবহার করা

ফোন দ্রুত চার্জ করার জন্য আমরা অনেক সময় বেশি ওয়াটের চার্জার ব্যবহারের কথা ভাবি। তবে এটি বেশ বিপজ্জনকও হতে পারে। এতে ব্যাটারির ওপর চাপ পড়ে এবং ক্ষতি হতে পারে। তাই শুধুমাত্র নির্দিষ্ট ফোনের জন্য ডিজাইন করা চার্জার ব্যবহার করুন।

ব্যাটারি ৫ শতাংশ হওয়ার পরও ব্যবহার করা

ব্যাটারি সম্পূর্ণ শেষ না যাওয়া চালানো, এর জীবনকাল হ্রাস করতে পারে। ব্যাটারির চার্জ ২০-৮০% এর মধ্যে রাখাই ভালো। অনেকে ৫ শতাংশ হওয়ার পর পাওয়ার সেভিং মোডে এটি ব্যবহার করেন।

Tags:    

Similar News