নতুন 160cc পালসার থেকে Royal Enfield এর সস্তাতম মডেল, 2022 এর সেরা বাইক এগুলি
বছর শেষ হতে চলল। ৩৬৫ দিনের পুরনো স্মৃতি ফেলে ২০২৩-এ পা রাখতে চলেছি আমরা। ভারতের গাড়ির বাজারের ক্ষেত্রেও তেমনি বেশকিছু স্মৃতি এ বছর পেছনে ফেলে এগিয়ে যেতে হবে। যেমন ২০২২-এ এদেশে বেশ কয়েকটি সাড়া জাগানো টু-হুইলার লঞ্চের সাক্ষী থেকেছে সকল ভারতবাসী। তাদের মধ্যে জনপ্রিয়তার বাকিদের টেক্কা দেওয়া এমন পাঁচটি সেরা মোটরসাইকেল সম্পর্কে আলোচনা করা হল।
Royal Enfield Hunter 350
এবছর ভারতের বাজারে পা রেখেছে রয়্যাল এনফিল্ডের অন্যতম সস্তার রোডস্টার মোটরসাইকেল Hunter 350। এর মূল্য ১.৫০ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। এতে উপস্থিত একটি ৩৪৯ সিসি J-প্ল্যাটফর্ম ইঞ্জিন। যা থেকে সর্বোচ্চ ২০.২ এইচপি শক্তি এবং ২৭ এনএম টর্ক উৎপন্ন হয়।
TVS Ronin
রয়্যাল এনফিল্ড হান্টারের সাথে টক্কর দিতে এবছর দেশীয় বাজারে TVS Ronin-এর আবির্ভাব ঘটেছিল। নিও-রেট্রো বাইকটির দাম ১.৪৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। ২২৫ সিসি ইঞ্জিনের বাইকটি তিনটি ভ্যারিয়েন্টে বেছে নেওয়া যায় – Ronin SS, Ronin DS এবং Ronin TD।
Suzuki V-Strom 250
নতুন V-Strom 250 চলতি বছরের অন্যতম বহু প্রতীক্ষিত একটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল। যার দাম ২.১১ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। এতে যে কেবল একটি ২৪৯ সিসি শক্তিশালী পেট্রোল ইঞ্জিন অফার করা হয় তাই নয়, সাথে রয়েছে বাস্তবিক রাইডিংয়ের প্যাকেজ। ভারতের বাজারে এর প্রতিপক্ষ মডেলগুলির মধ্যে রয়েছে RE Himalayan, Yezdi Adventure এবং KTM 250 Adv।
Bajaj Pulsar N160
নতুন Pulsar 250 প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে বাজাজের ১৬০ সিসি মডেল হিসেবে এ বাজারে বছর পা রেখেছে Pulsar N160। এর দাম ১.২৩ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। শক্তির উৎস হিসেবে এতে রয়েছে একটি ১৬৪.৮২ সিসি সিঙ্গেল সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন। যা থেকে সর্বোচ্চ ১৫.৭ বিএইচপি শক্তি এবং ১৪.৬৫ এনএম টর্ক উৎপন্ন হয়। আবার সম্প্রতি বাজাজ তাদের ১৫০ সিসির নতুন P150 লঞ্চ করেছে।
KTM RC 390
নতুন প্রজন্মের KTM RC 390 এ বছর ভারতে ৩.১৪ লক্ষ টাকার (এক্স-শোরুম) ধার্য মূল্যে লঞ্চ হয়েছে। সংশ্লিষ্ট সেগমেন্টে এটি সবচেয়ে শক্তিশালী বাইকের তকমা জিতে নিয়েছে। এতে রয়েছে একটি ৩৭৩ সিসি সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড পেট্রোল ইঞ্জিন। যা থেকে ৪৩.৫ এইচপি শক্তি এবং ৩৭ এনএম টর্ক পাওয়া যায়। আবার এর ফিচারের তালিকাটিও বেশ লম্বা চওড়া।