মুহূর্তে চার্জ হবে মোবাইল সহ অন্যান্য গ্যাজেট, Ubon লঞ্চ করল 10000mAh ব্যাটারির পাওয়ার ব্যাঙ্ক
ডোমেস্টিক কনজিউমার ইলেকট্রনিক ব্র্যান্ড Ubon বাজারে আনলো Ubon PB-X35 নামের একটি ট্রান্সপারেন্ট পাওয়ার ব্যাঙ্ক। সংস্থাটি দাবি করেছে, এটি ভারতের প্রথম ট্রান্সপারেন্ট পাওয়ার ব্যাঙ্ক এবং যেকোনো সাধারণ পাওয়ার ব্যাঙ্কের তুলনায় এটি ডিভাইসকে আরও দ্রুত চার্জ করে দেবে। আর এতে রয়েছে ১০০০০ এমএএইচ ব্যাটারি ইউনিট। চলুন দেখে নেওয়া যাক নতুন Ubon PB-X35 পাওয়ার ব্যাঙ্কের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।
Ubon PB-X35 পাওয়ার ব্যাঙ্কের দাম ও লভ্যতা
ভারতীয় বাজারে Ubon PB-X35 ট্রান্সপারেন্ট পাওয়ার ব্যাঙ্কের দাম ধার্য করা হয়েছে ৩,৬৯৯ টাকা। এটি সংস্থার নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইটে উপলব্ধ।
Ubon PB-X35 পাওয়ার ব্যাঙ্কের স্পেসিফিকেশন ও ফিচার
নবাগত Ubon PB-X35 পাওয়ার ব্যাঙ্ক টুইন ইনপুট চার্জিং কানেকশনের সাথে এসেছে। এই দুটি হল টাইপসি/ভি ৮ (TypeC/V8) এবং ২.০এ আউটপুট। অর্থাৎ এক সাথে দুটি ডিভাইসে এর থেকে চার্জ দেওয়া সম্ভব। তাছাড়া লিথিয়াম পলিমিটার ব্যাটারি যুক্ত এই পাওয়ার ব্যাঙ্কে দীর্ঘ ব্যাটারি লাইফ অফারের পাশাপাশি ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করবে।
আবার সুরক্ষার দিক থেকে দেখতে গেলে এই ডিভাইসে রয়েছে ওভারহিটিং প্রটেকশন, শর্ট সার্কিট প্রটেকশন এবং ওভার চার্জ প্রটেকশন। সেই সঙ্গে ট্যাবলেট, ক্যামেরা, হেডফোন, অ্যান্ড্রয়েড ডিভাইস এবং অন্যান্য ধরনের সি টাইপ পোর্ট যুক্ত ডিভাইস সহ বিভিন্ন ধরনের গ্যাজেটের সাথে পাওয়ার ব্যাঙ্কটি ব্যবহার করা যাবে।
এবার আসা যাক Ubon PB-X35 পাওয়ার ব্যাঙ্কের ডিজাইন প্রসঙ্গে। কম্প্যাক্ট ডিজাইনের এই পাওয়ার ব্যাঙ্কটি সহজেই যেকোনো ক্যারি ব্যাগে রাখা যাবে। আর এ ট্রান্সপারেন্ট লুকটিও বেশ আকর্ষণীয়। অন্যদিকে যে সমস্ত ব্যবহারকারী প্রচুর ট্রাভেল করেন এবং ঘন ঘন যাদের স্মার্ট গ্যাজেটের ব্যাটারি ফুরিয়ে যায় তাদের জন্য এই উচ্চ ব্যাটারি সম্পন্ন কম্প্যাক্ট ডিজাইনের পাওয়ার ব্যাঙ্কটি একটি ভালো বিকল্প হতে পারে। তদুপরি এই পাওয়ার ব্যাঙ্কে টু -ইন -ওয়ান টাইপ সি ইউএসবি পোর্ট উপলব্ধ।