Hero-র নতুন বাইক Xpulse 200T 4V খুব শীঘ্রই লঞ্চ হবে, সংস্থার ঘোষণার আগেই ফিচার ফাঁস
দেশের বৃহত্তম টু-হুইলার ব্র্যান্ড হিরো মোটোকর্প (Hero MotoCorp) এখন তাদের XPulse 200T বাইকের নতুন ভার্সন লঞ্চের প্রস্তুতিতে ব্যস্ত। নভেম্বরেই দেশের বাজারে নয়া অবতারে পা রাখতে চলেছে এটি। যদিও সংস্থার তরফে লঞ্চের দিনক্ষণ এখন ঘোষণা করা হয়নি। তবে একটি ভিডিয়ো এবং সংস্থার ওয়েবসাইট থেকে প্রকাশ্যে আসা ছবি Hero XPulse 200T 4V-এর ডিজাইন সম্পর্কে ধারণা দিয়েছে। আর লঞ্চের পূর্বে এখন খবর এল, মোটরসাইকেলটি তিনটি রঙের বিকল্পে উপলব্ধ হবে। যা বিদায়ী মডেলে অনুপস্থিত।
আপডেটেড XPulse 200T এর তিনটি মডেলেই থাকবে ডুয়েল-টোন কালার স্কিম। সবচেয়ে আকর্ষণীয় বিকল্পটি ব্রোঞ্জ এবং ডার্ক গ্রে রঙে ফুটিয়ে তোলা হয়েছে। এটি ম্যাট শিল্ড গোল্ড নামে অভিহিত করেছে হিরো। সামনের মাডগার্ড এবং ফ্লাই স্ক্রিনে ব্রোঞ্জ ফিনিশিং নজরে পড়েছে। যেখানে ফুয়েল ট্যাঙ্ক এবং সাইড প্যানেল গ্রে কালারে আবৃত। এমনকি এর সিটেও ডুয়েল টোন স্কিম এবং কনট্রাস্ট স্টিচিং নজর কেড়েছে।
পরবর্তী কালার অপশনটি হল স্পোর্টস রেড। আগের মডেলের গ্রে সেকশনটি এখানে ব্ল্যাক দ্বারা পরিবর্তিত হয়েছে। এবং ব্রোঞ্জের জায়গায় রয়েছে স্কারলেট রেড। ব্রোঞ্জ গ্রে অপশনে যেখানে ম্যাট ফিনিশিং করা হয়েছে, সে জায়গায় এই মডেলটি গ্লসি। এতেও ডুয়েল টোন সিট উপস্থিত। সর্বশেষ মডেলটি হল সিলভার/লাইম গ্রীন। এতে সিলভার ব্যাকগ্রাউন্ডের সাথে লাইম গ্রীন হাইলাইটের কাজ করছে। এতেও ম্যাট ফিনিশিং এবং ডুয়েল টোন সিট দ্বারা শোভা বাড়ানো হয়েছে।
তিনটি কালার অপশনেই রয়েছে ব্ল্যাক হুইল এবং ব্ল্যাক রিয়ার মাডগার্ড। উল্লেখ্য, Xpulse 200T-এর বর্তমাম মডেলটি টু-ভাল্ভ ইঞ্জিনে ছোটে। তবে নয়া মডেলে Xpulse 200 4V এর ইঞ্জিন থাকবে বলে খবর। যা ১৯৯.৬ সিসি, ফোর-ভাল্ভ, এয়ার কুল্ড ইঞ্জিন থেকে ১৯.১ পিএস শক্তি এবং ১৭.৩৫ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। অর্থাৎ আগের থেকে পাওয়ার এবং টর্ক দুটোই বাড়বে।
নতুন Hero Xpulse 200T যে কোনও মুহূর্তে লঞ্চ হয়ে যেতে পারে বাজারে। বর্তমান প্রজন্মের মডেলটি ১,২৪,৩৯৬ টাকায় (এক্স-শোরুম) বিক্রি হওয়ার কারণে এটি দেশের সবচেয়ে সস্তা ২০০ সিসি বাইকের তকমা পেয়েছে। যদিও আপকামিং মডেলটি ৬,০০০-৭,০০০ টাকা দামি হবে বলেই অনুমান।