সুখবর, এবার WhatsApp Web ও Desktop সংস্করণে আসছে টু-স্টেপ ভেরিফিকেশন সিকিউরিটি ফিচার

By :  SUPARNAMAN
Update: 2022-01-24 18:16 GMT

ব্যবহারকারীদের সুবিধার্থে হোয়াটসঅ্যাপে (WhatsApp) প্রায়শই নতুন নতুন ফিচারের আবির্ভাব ঘটে। যেমন কয়েকদিন আগেই এই জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মে চ্যাট মাইগ্রেশন ফিচার অন্তর্ভুক্তির কথা শোনা গিয়েছিল। বহুকাঙ্ক্ষিত এই ফিচারের আগমন ঘটলে WhatsApp ব্যবহারকারীরা খুব সহজেই তাদের চ্যাট হিস্ট্রি অ্যান্ড্রয়েড থেকে আইওএস (iOS) ডিভাইসে স্থানান্তরিত করতে পারবেন। সেক্ষেত্রে ফিচারটির আগমন সংবাদে আলোচ্য অ্যাপ অনুরাগীদের মধ্যে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। যদিও তার মধ্যেই এবার উক্ত মেসেজিং প্ল্যাটফর্মে আরো একটি নতুন ফিচার অন্তর্ভুক্তির খবর প্রকাশ্যে এসেছে। আগামীদিনে অ্যাপ্লিকেশনের ওয়েব ও ডেস্কটপ সংস্করণে শেষোক্ত ফিচারটির দেখা মিলতে পারে।

WhatsApp Web ও Desktop সংস্করণে আসতে চলেছে গুরুত্বপূর্ণ সিকিউরিটি ফিচার

আজ্ঞে হ্যাঁ, চ্যাট মাইগ্রেশন ফিচার সংক্রান্ত আলোচনার মধ্যেই হোয়াটসঅ্যাপের ওয়েব ও ডেস্কটপ সংস্করণে যে ফিচারের আবির্ভাব ঘটতে চলেছে তা এর নিরাপত্তার দিকটিকে আরো আঁটোসাঁটো করবে। ফিচারটির সাথে আমরা পূর্বপরিচিত কার,ণ হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ও আইওএস সংস্করণে এটি আগে থেকেই উপস্থিত। বলে রাখা ভালো এক্ষেত্রে আমরা জনপ্রিয় টু-স্টেপ ভেরিফিকেশন (Two-step verification) ফিচারের কথাই আলোচনা করছি।

অ্যাপ্লিকেশনের ওয়েব ও ডেস্কটপ ভার্সনে টু-স্টেপ ভেরিফিকেশন ফিচার উপলব্ধ হলে ব্যবহারকারীরা নিজেদের ব্যক্তিগত চ্যাট সহ অন্যান্য তথ্যগুলিকে আরো সুরক্ষিত রাখতে পারবেন। দুটি অপশনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা ফিচারটি সক্রিয় করতে পারবেন বলে জানা গিয়েছে। এজন্য ব্যবহারকারীকে একটি পিন (PIN) নির্ধারণ অথবা ই-মেইল আইডি প্রদান করতে হবে।

হোয়াটসঅ্যাপ সংক্রান্ত সমস্ত খবরের বিশ্বস্ত সূত্র WABetaInfo'র রিপোর্ট অনুযায়ী, অ্যাপ্লিকেশনে রেজিস্ট্রেশনের সময় ছয় অঙ্কের কোড প্রদানের পরে অ্যাকাউন্টে লগ-ইন করার জন্য ব্যক্তিগত পিন (PIN) প্রদানের দরকার পড়বে। ব্যবহারকারীরা যাতে এই টু-স্টেপ ভেরিফিকেশনের পূর্ণ সুফল উপভোগ করতে পারেন, সেজন্য হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ খুব দ্রুত ফিচারটিকে ওয়েব ও ডেস্কটপ সংস্করণে রোলআউট করার কথা ভাবছেন বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। সেক্ষেত্রে চলতি বছরেই এটি প্রকাশ্যে আসতে পারে।

যেভাবে নিজের WhatsApp অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবেন

এজন্য স্মার্টফোন ব্যবহারকারীরা ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশনের পাশাপাশি টু-স্টেপ ভেরিফিকেশনের ফিচার সক্রিয় করতে পারেন। এর ফলে আঙুলের ছাপ বা সিকিউরিটি পিন ছাড়া অপরিচিত ব্যক্তি ইউজারের হোয়াটসঅ্যাপ ওপেন করতে পারবেন না। ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন চালু করার জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীকে অ্যাপ্লিকেশনের প্রাইভেসি বিভাগে পৌঁছে যেতে হবে। এছাড়া যথাক্রমে Settings>Account বিকল্পে গিয়ে টু-স্টেপ ভেরিফিকেশনের সুরক্ষা কার্যকর করা যাবে।

Tags:    

Similar News