5G নেটওয়ার্ক চালু করেও হাল বদলাল না, শ্রীলংকা সহ পড়শী দেশগুলোর থেকে এই বিষয়ে পিছিয়ে ভারত

By :  techgup
Update: 2023-08-09 13:55 GMT

অনেকদিন আগেই টেলিকম অপারেটরগুলি ভারতে 5G পরিষেবা লঞ্চ করেছে। আর ইতিমধ্যেই তারা বেশ কিছু শহরে 5G পরিষেবা পৌঁছেও দিয়েছে। আশা করা যায়, এই বছরের শেষ নাগাদ দেশের অন্যান্য অঞ্চলেও নয়া এই নেটওয়ার্ক উপলব্ধ হবে। তবে একটি নন প্রোফিটেবল অরগানাইজেশনের রিপোর্টে বলা হয়েছে, ভারত ইন্টারনেট পরিষেবা প্রদানের ক্ষেত্রে তার প্রতিবেশী দেশগুলি থেকে এখনও অনেক পিছিয়ে। তাদের দাবি ইন্টারনেট কানেকশনের ক্ষেত্রে ভারত তার প্রতিবেশী দেশ যেমন, বাংলাদেশ, ভুটান এবং নেপালের থেকে অনেকটা পিছিয়ে আছে।

রিপোর্টে আর কি কি বলা হয়েছে

রিপোর্টে বলা হয়েছে যে, ইন্টারনেট কানেকশনের ক্ষেত্রে ভারত দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলির মধ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছে। আর ভারতের স্কোর ১০০ এর মধ্যে ৪৩। যেখানে ভারতের প্রতিবেশী দেশ যেমন, ভুটান ৫৮, বাংলাদেশ ৫১, মালদ্বীপ ৫০, শ্রীলংকার ৪৮, এবং নেপালের ৪৩ স্কোর করেছে। এছাড়া জানা গেছে, ভারত ষষ্ঠ স্থান অধিকার করলেও এদেশে ইন্টারনেট পরিষেবা অনেক বেশি উন্নত। কারণ ভারত আইপিভি৬ গ্রহনের ব্যাপারে বিশ্বে সবথেকে বেশি এগিয়ে। এছাড়াও, নিরাপত্তার ক্ষেত্রে ভারতকে ৬৬ নম্বর দেওয়া হয়েছে, তবে পরিকাঠামোর ক্ষেত্রে আমাদের দেশ পেয়েছে মাত্র ৩০ নম্বর।

5G কি?

৫জি হলো পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক, আর নতুন গ্লোবাল ওয়্যারলেস স্ট্যান্ডার্ড। এর আগে টেলকোগুলি ১জি, ২জি, ৩ জি এবং ৪জি লঞ্চ করেছে। আর এবারে তাদের নতুন সংযোজন হলো এই ৫জি নেটওয়ার্ক। উল্লেখ্য, ৫জি ওয়্যারলেস প্রযুক্তি গ্রাহকদের হাইস্পিড ইন্টারনেট সরবরাহ করে থাকে।

বাড়তে পারে 5G প্ল্যান এর দাম

Airtel এবং Jio এই দুটি টেলিকম অপারেটর বর্তমানে ভারতে 5G লঞ্চ করে দিয়েছে। বলা হচ্ছে যে, Airtel যদি ভিন্ন ভিন্ন 5G প্ল্যান না আনে, তাহলে Jio-ও তার প্ল্যানের দাম বাড়াবে না। এদিকে, ২০২৩ সাল শেষ হবার আগে BSNL ভারতে তার 5G পরিষেবা শুরু করতে পারে।

Tags:    

Similar News