১৪০ টাকা পর্যন্ত দাম বাড়লো Airtel এর ৮৪ দিনের প্ল্যানের, দেখে নিন পুরানো ও নতুন মূল্যের পার্থক্য

Update: 2024-06-28 08:12 GMT

Airtel এবং Reliance Jio তাদের প্ল্যানের ট্যারিফ বাড়ালো। ভারতের দুই বড় টেলিকম কোম্পানি তাদের প্ল্যানের দাম ৬০০ টাকা পর্যন্ত বাড়িয়েছে। ইতিমধ্যেই আমরা দুটি সংস্থার নতুন প্ল্যানের তালিকা শেয়ার করেছি। তাই এখানে আমরা কেবল এয়ারটেলের প্রায় তিন মাসের বৈধতাযুক্ত প্ল্যান সম্পর্কে জানাবো। জানিয়ে রাখি, Airtel ৮৪ দিনের প্ল্যানের দাম ১৪০ টাকা পর্যন্ত বাড়িয়েছে।

এয়ারটেলের ৪৫৫ টাকার প্ল্যানের দাম বেড়ে হল ৫০৯ টাকা

Airtel এর ৪৫৫ টাকার প্ল্যানের দাম বেড়ে এখন ৫০৯ টাকা হয়েছে। এই রিচার্জ প্ল্যানে আপনি ৮৪ দিনের ভ্যালিডিটি পাবেন। সাথে দেওয়া হবে মোট ৬ জিবি ইন্টারনেট ডেটা‌ ও আনলিমিটেড কলিংয়ের সুবিধা।

Airtel এর ৭১৯ টাকার প্ল্যানের নতুন দাম ৮৫৯ টাকা

৩ জুলাই থেকে এয়ারটেলের ৭১৯ টাকার প্ল্যানের নতুন মূল্য হবে ৮৫৯ টাকা। এয়ারটেলের এই রিচার্জ প্ল্যানের বৈধতা ৮৪ দিন। এখানে প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা পাওয়া যাবে। পাশাপাশি দেওয়া হয় আনলিমিটেড কলিংয়ের সুবিধা ও প্রতিদিন ১০০টি এসএমএস। আবার এখানে এক্সস্ট্রিম অ্যাপ্লিকেশন, বিনামূল্যে হ্যালো টিউনস এবং উইঙ্ক মিউজিকের বিনামূল্যে সাবস্ক্রিপশন অফার করা হয়।

Airtel এর ৮৩৯ টাকার প্ল্যান এখন ৯৭৯ টাকা

এয়ারটেলের ৮৩৯ টাকার প্ল্যান রিচার্জ করতে এখন ৯৭৯ টাকা দিতে হবে। এয়ারটেলের ৮৩৯ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন। এখানে আগের সমস্ত সুবিধার সাথে ২০টিরও বেশি ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

Tags:    

Similar News