Best BSNL plans: ২০০ টাকার কমে এইসব প্ল্যানে পাবেন অফুরান কলিং, সাথে পর্যাপ্ত ডেটা, মেসেজ

Update: 2023-08-14 08:10 GMT

প্রাইভেট টেলিকম কোম্পানিগুলির দাপটে বাজারে অনেকটা পেছনের সারিতে পৌঁছে গেলেও, সাম্প্রতিক সময়ে ঘুরে দাঁড়াতে জোরদারভাবে কাজ করছে BSNL বা Bharat Sanchar Nigam Limited। বিশেষ করে এই রাষ্ট্রায়ত্ত মোবাইল সার্ভিস প্রোভাইডার, মূল্যবৃদ্ধির এই জমানায় একাধিক সস্তা রিচার্জ প্ল্যান অফার করে Jio এবং Airtel-এর মতো সংস্থার জন্য প্রতিযোগিতা বাড়িয়ে তুলছে। বাজেট ফ্রেন্ডলি দাম, প্রয়োজনমতো সুবিধার লভ্যতা, প্রলুব্ধকর অফার ইত্যাদি নানা কারণে মোবাইল ইউজাররা BSNL-কে বেছে নিচ্ছেন; সেকেন্ডারি কানেকশনের জন্য অধিকাংশের কাছেই এই সংস্থা সঠিক বিকল্প! এমতাবস্থায় আপনি যদি BSNL গ্রাহক হন এবং এই মুহূর্তে ২০০ টাকার কমে রিচার্জের জন্য ভালো প্ল্যানের সন্ধানে থাকেন, তাহলে এই প্রতিবেদন আপনারই জন্য। এখানে আমরা এরকম কিছু সেরা তথা সাশ্রয়ী প্ল্যান সম্পর্কে হদিশ দেব, যেগুলিতে ডেটা এবং কলিং উভয় ধরণের পরিষেবা পাওয়া যাবে।

২০০ টাকার কমে সেরা এই দুটি BSNL প্ল্যান

১. BSNL-এর ১৮৪ টাকার প্ল্যান: ২০০ টাকার কমে উপলব্ধ এই বিএসএনএল প্ল্যানটির বৈধতা ২৮ দিন। এতে দৈনিক ১ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং ১০০টি করে এসএমএস ব্যবহারের সুযোগও পাওয়া যায়।

২. BSNL-এর ১৮৫ টাকার প্ল্যান: তালিকার এই দ্বিতীয় প্ল্যানটিও ২৮ দিনের বৈধতায় আনলিমিটেড কল, রোজ ১ জিবি ও ১০০টি করে এসএমএস অফার করে। অতিরিক্তভাবে এই প্ল্যানটিতে বান্ডলিং অফ চ্যালেঞ্জেস এরিনা মোবাইল সার্ভিস (Bundling of Challenges Arena Mobile Gaming Service)-এর বেনিফিটও পাওয়া যাবে।

৩. BSNL-এর ১৮৬ টাকার প্ল্যান: এই প্ল্যানটির যাবতীয় বেনিফিট ১৮৪ টাকা এবং ১৮৫ টাকার প্ল্যানের অনুরূপ।তবে এটি বিএসএনএল টিউনের সাথে হার্ডি গেমস (Hardy Games) সার্ভিসও অফার করবে।

তাহলে দেখা যাচ্ছে যে, তিনটি বিএসএনএল প্ল্যানের দাম এবং সুবিধা কম-বেশি একই। তাই আপনারা যেকোনো একটি প্ল্যান রিচার্জ করতে পারেন। এদিকে এইরকম প্ল্যানগুলির মাধ্যমে বিএসএনএল আরও শক্তিশালী হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

Tags:    

Similar News