জিও ও এয়ারটেলের দাবি না মেনে স্যাটেলাইট স্পেকট্রামের দাম নির্ধারণের পথে TRAI, খুশি ইলন মাস্ক
Satellite Brodband Spectrum Allocation - প্রতিটি দেশ ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) নিয়ম মেনে চলতে বাধ্য। স্পেস বা স্যাটেলাইট স্পেকট্রাম বন্টনের ক্ষেত্রে আইটিইউ এর নিয়ম খুব স্পষ্ট। তারা প্রশাসনিকভাবেই বন্টনের কথা বলেছে।
স্যাটেলাইট ব্রডব্যান্ডের স্পেকট্রাম বন্টনের ক্ষেত্রে ভারত সরকার ইলন মাস্কদের দাবিই মেনে নিচ্ছে। আজ টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন যে, স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবার জন্য স্পেকট্রাম বন্টন নিলামের মাধ্যমে করা সম্ভব নয়। যদিও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মুকেশ আম্বানি ও এয়ারটেলের সুনীল মিত্তাল নিলামের পক্ষেই সওয়াল করেছিল। তবে সিন্ধিয়া নিশ্চিত করেছেন যে, বিনামূল্যে স্পেকট্রাম দেওয়া হবে না। ট্রাই স্পেকট্রামের জন্য দাম নির্ধারণ করবে।
উল্লেখ্য, ইলন মাস্কের স্টারলিংক এবং অ্যামাজনের প্রোজেক্ট কুইপারের তরফে স্যাটেলাইট স্পেকট্রাম বন্টনের জন্য নিলামের পরিবর্তে বিশ্বের অন্যান্য দেশের ব্যবস্থা গ্রহণ করার দাবি জানানো হয়েছিল। অন্যদিকে রিলায়েন্স ইন্ড্রাস্ট্রিজ ও এয়ারটেল চেয়েছিল নিলামের মাধ্যমে স্পেকট্রাম বন্টন হোক। তবে যেহেতু ভারত ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের একটি সদস্য তাই তারা গ্লোবাল স্ট্যান্ডার্ড মেনেই চলতে চাইছে।
সিন্ধিয়া বলেছেন, "প্রতিটি দেশ ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) নিয়ম মেনে চলতে বাধ্য। স্পেস বা স্যাটেলাইট স্পেকট্রাম বন্টনের ক্ষেত্রে আইটিইউ এর নিয়ম খুব স্পষ্ট। তারা প্রশাসনিকভাবেই বন্টনের কথা বলেছে। উপরন্তু, আমি যদি আজ সারা বিশ্বের দিকে তাকাই, তাহলে আমি এমন কোনও দেশ দেখতে পাচ্ছি না যারা স্যাটেলাইটের জন্য স্পেকট্রাম নিলাম করে।"
যদিও রিলায়েন্স জিও-র কর্মকর্তারা মনে করে টেলিকম অপারেটরগুলির মতো স্যাটেলাইট পরিষেবা সরবরাহকারীদের জন্যেও স্পেকট্রাম বন্টন নিলামের মাধ্যমে করা উচিত। যেভাবে টেলিকম সংস্থাগুলি এয়ারওয়েভ কেনে এবং ফাইবার ও টাওয়ার বসানো বা দেখভালের জন্য অর্থ বিনিয়োগ করে, সেভাবেই স্যাটেলাইট ব্রডব্যান্ড সরবরাহকারীরা পরিষেবা দিক। অক্টোবরে অনুষ্ঠিত ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ইভেন্টে এয়ারটেলের সুনীল মিত্তালও সুর মিলিয়ে জানান, তিনিও টেলিকম কোম্পানিদের মতো স্যাটেলাইট ব্রডব্যান্ড সরবরাহকারীদের জন্য স্পেকট্রাম বন্টনের ক্ষেত্রে নিলাম চান।
রিলায়েন্স জিও ও এয়ারটেল মনে করে স্যাটেলাইট ব্রডব্যান্ড এয়ারওয়েভ এর দাম সরকারের তরফে নির্ধারণ করা হলে অসম প্রতিযোগিতার মুখোমুখি হবে সংস্থাগুলি। কারণ ওয়্যারলেস নেটওয়ার্কের জন্য তাদের নিলামের মাধ্যমেই স্পেকট্রাম কিনতে হয়।