50 টাকার কমে Unlimited ডেটার সুবিধা! ভ্যালেন্টাইন্স ডে'র মুখে এই প্ল্যানে বদল আনল Airtel
ভালোবাসার সপ্তাহে নিজের ইউজারদের দারুণ সুখবর দিল Bharti Airtel। অতিসম্প্রতি ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটরটি তার ৪৯ টাকার ডেটা প্যাকে পরিবর্তন এনেছে, যার ফলে এতে আগের চেয়ে অতিরিক্ত সুবিধা মিলবে। এক্ষেত্রে এই প্ল্যানের রিচার্জকারীরা এখন আনলিমিটেড ডেটা পাবেন। বলে রাখি যে, Airtel-এর এই প্ল্যানটিই তাদের সবচেয়ে সস্তা ডেটা প্যাক হতে চলেছে যাতে আনলিমিটেড ডেটা বেনিফিট পাওয়া যাবে। আসুন, এখন দেখে নিই Airtel-এর এই ৪৯ টাকার ডেটা প্যাক সম্পর্কিত সমস্ত তথ্য।
এখন Airtel-এর ৪৯ টাকার প্ল্যানে এই সুবিধা পাবেন
এয়ারটেলের ৪৯ টাকার ডেটা প্যাক ১ দিনের বৈধতার সাথে আসে, যা এখন আনলিমিটেড ডেটা (২০ জিবি পর্যন্ত) বেনিফিট দেবে। ফলত হঠাৎ প্রয়োজনে এই প্ল্যান দিয়ে ইচ্ছেমতো ইন্টারনেট ব্যবহার করা যাবে। নিঃসন্দেহে এর ডেটা লিমিট অনেকটাই, তবে মনে রাখবেন যে একবার এই লিমিট অতিক্রান্ত হলে ইন্টারনেটের স্পিড কমে ৬৪ কেবিপিএস হয়ে যাবে।
প্রসঙ্গত, আগে এই এয়ারটেল ডেটা প্যাকেই মাত্র ৬ জিবি হাই-স্পিড ডেটা পাওয়া যেত। যদিও এর বৈধতা একই অর্থাৎ ১ দিন ছিল।
এই দুটি Airtel প্ল্যানেও পাবেন আনলিমিটেড ডেটা
শুধু সংশোধিত ৪৯ টাকার ডেটা প্যাকই নয়, এয়ারটেলের ঝুলিতে এমনও দুটি প্ল্যান রয়েছে যাতে ইউজাররা আনলিমিটেড ইন্টারনেট পাবেন। যেমন সংস্থার ৯৯ টাকার ডেটা প্যাকের সাথেও আনলিমিটেড ডেটা পাওয়া যায়, এর বৈধতা ২ দিন।