Jio, Airtel, BSNL ও Vi -কে দেওয়া সময় আজ হচ্ছে শেষ, কোটি কোটি মোবাইল গ্রাহক পাবেন স্বস্তি
ট্রাই সমস্ত টেলিকম অপারেটরদের মেসেজ ট্রেসেবিলিটি ফিচার কার্যকর করার জন্য 30 নভেম্বর 2024 পর্যন্ত সময় দিয়েছিল। 1 ডিসেম্বর থেকে এই নিয়ম কার্যকর করার কথা থাকলেও পরে সংস্থাগুলির দাবিতে আরও 10 দিন সময় দেওয়া হয়।;
ইন্টারনেট ও স্মার্টফোনের ব্যবহার যত বাড়ছে ততই পাল্লা দিয়ে বাড়ছে স্প্যাম কল ও স্প্যাম মেসেজ পাঠিয়ে সাইবার জালিয়াতি। তবে আজ থেকে দেশজুড়ে কোটি কোটি মোবাইল ব্যবহারকারী স্প্যাম মেসেজ থেকে চিরতরে স্বস্তি পেতে চলেছেন। দেশজুড়ে বাণিজ্যিক মেসেজ ট্র্যাক করতে মেসেজ ট্রেসেবিলিটি (Message Traceability) নিয়ম কার্যকর করতে চলেছে TRAI। এর জন্য জিও, এয়ারটেল, বিএসএনএল এবং ভিআইকে ট্রাই যে সময় দিয়েছিল, তা আজ শেষ হচ্ছে।
আগামী 11 ডিসেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর হবে
প্রসঙ্গত, ট্রাই সমস্ত টেলিকম অপারেটরদের মেসেজ ট্রেসেবিলিটি ফিচার কার্যকর করার জন্য 30 নভেম্বর 2024 পর্যন্ত সময় দিয়েছিল। 1 ডিসেম্বর থেকে এই নিয়ম কার্যকর করার কথা থাকলেও পরে সংস্থাগুলির দাবিতে আরও 10 দিন সময় দেওয়া হয়। আজ সেই 10 দিন পূর্ণ হবে। ফলে 11 নভেম্বর অর্থাৎ আগামিকাল থেকে এই নিয়ম লাগু করতে চলেছে ট্রাই। এর অর্থ হল আগামীকাল থেকে, আপনি টেলিমার্কেটিংয়ের অংশ নয় এমন মেসেজ আর পাবেন না। নতুন নিয়ম নিয়ে ট্রাই-এর তরফে একটি সরকারি প্রেস বিবৃতিও জারি করা হয়েছে।
ভুয়ো মেসেজ নিষিদ্ধ করা হবে
মেসেজ ট্রেসেবিলিটি কার্যকর হলে বাণিজ্যিক মেসেজ এবং ওটিপি সংক্রান্ত মেসেজ সহজেই ট্র্যাক করা যাবে। এটি টেলিকম অপারেটরদের স্প্যাম মেসেজ এবং ভুয়ো মেসেজ রোধ করতে সহায়তা করবে। মেসেজ ট্রেসের সুবিধা থাকায় এখন মোবাইল ব্যবহারকারীদের বিভিন্নভাবে ফাঁদে ফেলে আর প্রতারিত করা যাবে না।
ওটিপি পেতে কোনো সমস্যা হবে না
ট্রাই যখন প্রথমে মেসেজ ট্র্যাক করার জন্য ট্রেসেবিলিটি ফিচার কার্যকর করতে বলেছির, তখন টেলিকম সংস্থাগুলি জানিয়েছিল যে, এরফলে গ্রাহকদের ফোনে ওটিপি যেতে দেরি হবে। কিন্তু পরে ট্রাই এই ধরনের দাবি উড়িয়ে দিয়েছে। ট্রাই স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, মোবাইল ব্যবহারকারীদের সুবিধার্থে ওটিপি ট্রেসেবিলিটি ফিচার আনা হচ্ছে। আর এই ফিচারের কারণে ওটিপি পেতে গ্রাহকদের কোনো সমস্যা হবে না। ফলে আগের মতোই ব্যাঙ্কিং সহ অন্যান্য কাজ সচল থাকবে।