বিনামূল্যে ১ জিবিপিএস স্পিড সহ আনলিমিটেড ডেটা, এই ১২টি শহরে পাওয়া যাচ্ছে Jio True 5G পরিষেবা

Update: 2022-12-22 08:15 GMT

Reliance Jio তাদের Jio True 5G পরিষেবা প্রসারিত করেই চলেছে, এখন এই পরিষেবা কোচি শহরেও উপলব্ধ। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন গতকাল এই পরিষেবা উদ্বোধন করেছেন। কোচির পাশাপাশি গুরুভায়ুর মন্দিরেও Jio 5G পরিষেবা চালু হয়েছে। এছাড়া ডিসেম্বরের মধ্যেই কেরলের রাজধানী তিরুবন্তপুরমেও এই পরিষেবা পাওয়া যাবে বলে ভারতের বৃহত্তম টেলিকম কোম্পানিটি জানিয়েছে। উল্লেখ্য, Jio True 5G এখনও পর্যন্ত দেশের ১২টি শহরে চালু হয়েছে। যেসব গ্রাহকের কাছে 5G ফোন আছে এবং ২৩৯ টাকা বা তার বেশি টাকার প্ল্যান রিচার্জ করে তারা এই পরিষেবা ব্যবহার করতে পারবেন।

এইসব শহরে পাওয়া যাবে Jio True 5G পরিষেবা

জিও দ্রুত তাদের ট্রু-৫জি নেটওয়ার্ক বিভিন্ন শহরে লঞ্চ করছে। কোচি ছাড়াও দিল্লি, মুম্বাই, কলকাতা, বারাণসী, চেন্নাই, হায়দরাবাদ, বেঙ্গালুরু ও নাথদ্বারে সংস্থার পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক উপলব্ধ। এছাড়া দিল্লি, গুরুগ্রাম, ফরিদাবাদ, গাজিয়াবাদেও ৫জি পরিষেবা চালু করা হয়েছে।

জিও তাদের এই পরিষেবা ধাপে ধাপে বিভিন্ন অঞ্চলে চালু করছে, যাতে গ্রাহকদের সেরা অভিজ্ঞতা দেওয়া যায়। সংস্থাটি জানিয়েছে, গ্রাহকরা তাদের স্মার্টফোনে ৫০০ এমবিপিএস থেকে ১ জিবিপিএসের মধ্যে ইন্টারনেট স্পিড পাচ্ছেন।

Jio Welcome Offer

১০ই নভেম্বর পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক লঞ্চ চালু করার পর, জিও বিভিন্ন শহরের গ্রাহকদের ওয়েলকাম অফার গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাতে শুরু করেছে। এই অফারে বিনামূল্যে গ্রাহকরা ১ জিবিপিএস পর্যন্ত স্পিড এবং আনলিমিটেড ৫জি ডেটা পাচ্ছেন।

Tags:    

Similar News