রিচার্জ করুন 399 টাকার এই Jio প্ল্যান, একসাথে 4 জন পাবেন আনলিমিটেড কলিং, ডেটার সুবিধা

Update: 2023-05-15 07:24 GMT

প্রিপেইড সেক্টরে কম খরচে নানাবিধ সুবিধা প্রদানের জন্য Reliance Jio এমনিতে অত্যন্ত জনপ্রিয়। কিন্তু তা বলে যে সংস্থাটি পোস্টপেইড গ্রাহকদের প্রতি বিরূপ – এমন কিন্তু নয়। বরঞ্চ Jio তার পোস্টপেইড পরিষেবার জন্য অনেক ধরনের সুবিধাজনক ফ্যামিলি প্ল্যান অফার করে। এমতাবস্থায় আপনি যদি এই শীর্ষস্থানীয় টেলিকম অপারেটরের পোস্টপেইড কানেকশন ইউজার হন এবং এই মুহূর্তে ৫০০ টাকার কম খরচে কোনো প্ল্যান রিচার্জ করতে চান, তাহলে আপনার জন্য আজ রয়েছে একটি সেরা বিকল্পের হদিশ – আপনি এক্ষেত্রে ৩৯৯ টাকার Jio পোস্টপেইড প্ল্যানটি বেছে নিতে পারেন যাতে একসাথে পরিবারের চারজন সদস্য বেনিফিট পাবেন।

৩৯৯ টাকার Jio পোস্টপেইড প্ল্যানের সুবিধা

যদি আপনার পরিবারের চারজনের কাছে জিও সিম থাকে, তাহলে আপনি রিচার্জের জন্য এই প্ল্যানটি বেছে নিতে পারেন। এর ভ্যালিডিটি ৩০ দিন অর্থাৎ পুরো একমাস। আর এতে ব্যবহারকারীদের আনলিমিটেড কলিংসহ মোট ৭৫ জিবি ডেটা দেওয়া হয়। এছাড়াও প্ল্যানটি নির্দিষ্ট মেসেজিং বেনিফিটও অফার করে।

মজার ব্যাপার হল যে, আপনি যদি এখন এই জিও পোস্টপেইড প্ল্যানটি ব্যবহার করতে চান, তাহলে এটি এক মাসের জন্য ফ্রি-তে ব্যবহার করতে পারবেন। কারণ এখন কোম্পানি প্ল্যানটির ফ্রি ট্রায়াল দিচ্ছে, যার সাহায্যে আপনি রিচার্জ না করেও উপভোগ করতে পারবেন এর সুবিধা।

এই টাকা অতিরিক্ত খরচ হবে

জিওর ৩৯৯ টাকার প্ল্যানে রিচার্জকারী আরও তিনজন মেম্বার সংযুক্ত করতে পারবেন, যেমনটা শুরুতেই বলেছি। তবে এক্ষেত্রে প্ল্যানের এক একজন সদস্য যোগ করার জন্য আলাদাভাবে ৯৯ টাকা করে চার্জ দিতে হবে। অর্থাৎ এক্ষেত্রে প্ল্যানটি ব্যবহারের জন্য আপনার মোট মাসিক খরচ হবে প্রায় ৬৯৬ টাকা। এছাড়াও মনে রাখবেন যে, আপনাকে প্ল্যানটি ব্যবহারের জন্য এককালীন সিকিউরিটি ডেপোজিট হিসেবে অতিরিক্ত ৫০০ টাকা দিতে হবে। অর্থাৎ প্রথমবার এই প্ল্যানের জন্য আপনাকে ব্যয় করতে হবে ১,১৯৬ টাকা। তবে পরের মাসে যদি আপনি আবার এই প্ল্যান ব্যবহার করেন, তখন আপনাকে মাত্র ৬৯৬ টাকাই দিতে হবে।

Tags:    

Similar News