বঙ্গে নয়, Jio ইউজারদের জন্য এল খুশির বর্ষা! এক WiFi-এ একইসাথে কানেক্ট হবে 120টি ডিভাইস
নেক্সট-জেন 5G নেটওয়ার্ক চালু করে, এই দেড় বছরেরও বেশি সময়ে ভারতের জীবনযাত্রায় বড় প্রভাব ফেলেছে Reliance Jio। তবে এবার তারা প্রযুক্তিগত দিক দিয়ে তথা ইন্টারনেট সার্ভিস অফারের নিরিখে আরেকটি নতুন মাইলফলক সেট করল। আসলে Jio AirFiber নামে গত বছর লঞ্চ হওয়া সংস্থার 5G FWA (ফিক্সড-ওয়্যারলেস অ্যাক্সেস) পরিষেবা এখন ভারতের ৬,৯৫৬টি নগর ও শহর অঞ্চলে উপলব্ধ হয়েছে। যদিও এখানেই Jio থেমে থাকছেনা – টেলিকম সংস্থাটি প্রতিটি শহরে এই ইন্টারনেট পরিষেবা পৌঁছে দিতে কাজ করছে জোরকদমে। তারা ডিভাইস কানেকশনের বিষয়েও বড় ঘোষণা করেছে।
একটি Jio AirFiber কানেকশনে সংযুক্ত করা যাবে ১২০টি ডিভাইস
জিও ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে, তার এয়ারফাইবার পরিষেবা ব্যবহারকারীরা প্রদত্ত ওয়াই-ফাই কানেকশনে একসাথে ১২০টি ডিভাইস কানেক্ট বা সংযুক্ত করে তার সুবিধা উপভোগ করতে পারবেন। এক্ষেত্রে স্পষ্টভাবে কোনো প্ল্যান সম্পর্কে তথ্য দেয়নি সংস্থা, তবে মনে করা হচ্ছে এই সুবিধা ৩০ এমবিপিএস প্ল্যানের সাথে উপলব্ধ হতে চলেছে।
এদিকে শতাধিক ডিভাইস কানেক্ট করার সুবিধা দিলেও দেশের শীর্ষস্থানীয় টেলিকম অপারেটরটি জানিয়েছে, কোনো ইউজার তার ওয়াই-ফাই কানেকশনের সাহায্যে কতগুলি ডিভাইস চালাবেন তার ওপরেই নির্ভর করবে ইন্টারনেট স্পিড। তাই জিও ঘোষিত একই ওয়াই-ফাইতে ১২০টি ডিভাইস সংযুক্ত করার সুবিধা নিতে চাইলে, আপনাদের জন্য সংস্থার ৫০০ এমবিপিএস থেকে ১ জিবিপিএস পর্যন্ত স্পিডের এয়ারফাইবার প্ল্যান ভালো বিকল্প হতে পারে। এই সমস্ত প্ল্যানে ওটিটি (OTT, ওভার-দ্য-টপ) বেনিফিটও মিলবে।
গ্রামেও মিলবে Jio AirFiber-এর মজা
প্রসঙ্গত, জিও এয়ারফাইবারের নেটওয়ার্ক স্পিড কিন্তু তার মোবাইল নেটওয়ার্কের ক্রমবর্ধমান লোডের দ্বারা প্রভাবিত হয়না। কারণ কাস্টমারদের এফডব্লিউএ পরিষেবা দেওয়ার জন্যই টেলকো স্বতন্ত্র ৫জি এসএ (স্ট্যান্ডঅ্যালোন আর্কিটেকচার) নেটওয়ার্ক তৈরি করেছে। সেক্ষেত্রে যেসব অঞ্চলে ওয়্যারড্ ফাইবার কানেকশন পাওয়া যায়না, সেখানে হাই-স্পিড ইন্টারনেট পাওয়ার জন্য সর্বোত্তম বিকল্প হল এই এফডাব্লুএ বা এয়ারফাইবার কানেকশন। অর্থাৎ গ্রাম বা মফস্বলেও জিও এয়ারফাইবার পরিষেবা আরামসে উপভোগ করা যেতে পারে।
বলে রাখি, ইউজারদের বিনোদনের চাহিদা মেটাতে জিও এয়ারফাইবার কানেকশন একটি জিও সেট-টপ বক্স (STB)-র সাথে আসে, যার মাধ্যমে ১৫+ ওটিটি প্ল্যাটফর্ম ও লাইভ টিভি চ্যানেল অ্যাক্সেস করা যায়।