রকেটের গতিতে ইন্টারনেট দেবে Elon Musk এর সংস্থা SpaceX, খরচ শুনলে চমকে উঠবেন

By :  techgup
Update: 2022-10-20 11:17 GMT

উড়োযানে ইন্টারনেট পরিষেবা সরবরাহের জন্য স্টারলিঙ্ক অ্যাভিয়েশন (Starlink Aviation) নামে একটি আলাদা শাখা সংস্থা খুলেছেন স্পেসএক্স (SpaceX) এর প্রতিষ্ঠাতা বিশ্বের ধনীতম ব্যক্তি ইলন মাস্ক (Elon Musk)। লক্ষ্য স্যাটেলাইটের মাধ্যমে রকেটের গতিতে ইন্টারনেট স্পিড দেওয়া। এবার প্রাইভেট জেট আকাশে থাকার সময় ৩৫০ এমবিপিএস পর্যন্ত স্পিডে সুপারফাস্ট ইন্টারনেট সার্ভিস দেওয়ার ঘোষণা করল তাঁর সংস্থা।

প্রতিবেদন লেখা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, একটি প্রাইভেট জেটে স্টারলিঙ্ক কানেক্টিভিটি দিতে মালিককে ১.৫০ লক্ষ ডলার খরচ করতে হতে পারে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১.২০ কোটি টাকা। এই প্রসঙ্গে বলে রাখি, স্টারলিঙ্ক হল তিন হাজারের বেশি কৃত্রিম উপগ্রহের সমন্বয়ে তৈরি এক নেটওয়ার্ক, যা বিশ্বের চল্লিশটি দেশে স্যাটেলাইট ইন্টারনেট কভারেজ দিতে সক্ষম।

স্টারলিঙ্ক অ্যাভিয়েশন লঞ্চ করার সময়, ব্যক্তিগত জেটে ভ্রমণকারী কাস্টমারদের জন্য মান্থলি প্যাকের মাসুলের তালিকাও প্রকাশ করেছে স্পেসএক্স। জেটের ভিতরে স্যাটেলাইট নির্ভর ইন্টারনেট পরিষেবা দিতে ভারতীয় টাকায় মাসে ১০ লাখ থেকে ২০ লাখের মতো চার্জ করবে সংস্থাটি। এছাড়াও, আকাশে ইন্টারনেট কানেক্টিভিটি সেটআপ করার জন্য বিভিন্ন হার্ডওয়্যার লাগাতে মালিকদের এককালীন প্রায় সাড়ে ১.২৪ কোটি জমা দিতে হবে‌।

স্টারলিঙ্ক অ্যাভিয়েশনের নতুন পরিষেবার মাধ্যমে ব্যক্তিগত প্লেনের ভিতরে ভিডিয়ো কল করা, অনলাইন গেমস খেলা ছাড়াও বিভিন্ন কাজ করা যাবে, যা আগে কল্পনার বাইরে ছিল। আগামী বছরের মাঝামাঝি সময় থেকে রিজার্ভেশন নেওয়া শুরু করা হবে। কানেকশন নেওয়ার জন্য ৫,০০০ ডলার ফি দিতে হবে৷ টাকার অঙ্কে যা প্রায় ৪ লাখ।

Tags:    

Similar News