Trai-এর কড়া আদেশ, 30 দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে 10 সংখ্যার এই মোবাইল নম্বর
যতই দেশে 5G নেটওয়ার্ক চালু হোক বা প্রযুক্তির অগ্রগতি হোক না কেন, এখনও ব্যস্ত সময়ে কিংবা অবসরে (পড়ুন যখন তখন) ফোনে বিজ্ঞাপনমূলক কল বা মেসেজ আসেই। আর এই কল বা মেসেজগুলি এমন এমন নম্বর থেকে আসে, যা অনেক সময়ই টেলিমার্কেটিং কোম্পানির নম্বর বলে শনাক্ত করা যায় না। তবে আগামীদিনে এই ছবি বদলাতে চলেছে বলেই মনে হচ্ছে। কারণ সম্প্রতি টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ TRAI, টেলিমার্কেটিং সংস্থাগুলির ওপর লাগাম টানার তথা মোবাইল ফোন ব্যবহারকারীদের হয়রানি কমানোর জন্য একটি নতুন আদেশ জারি করেছে। এক্ষেত্রে TRAI স্পষ্টভাবে বলেছে যে – প্রচারমূলক উদ্দেশ্যে এই ধরণের সংস্থাগুলি কোনোভাবেই আনরেজিস্টার্ড ১০ সংখ্যার মোবাইল নম্বর ব্যবহার করতে পারবে না। এর ফলে ইউজাররা সহজেই ইনকামিং কলগুলি প্রোমোশনাল কিনা, তা বুঝতে পারবেন।
আসলে ব্যাপারটা হচ্ছে যে, সাধারণ কল এবং প্রচারমূলক কলের মধ্যে পার্থক্য করতে টেলিমার্কেটিং কোম্পানিগুলির জন্য বিশেষ নম্বর জারি করা হয়। এই নম্বরগুলি কার্যত একই রকমের হয়, যাতে মোবাইল ব্যবহারকারীরা বুঝতে পারেন যে কোনো কোম্পানির কল আসছে। কিন্তু অনেক কোম্পানি নিয়মের বিরুদ্ধে যায় এবং সাধারণ ১০ সংখ্যার নম্বর থেকে প্রচারমূলক কল বা মেসেজ করে। এতে সাধারণ মানুষকে বেশ অস্বস্তির মুখে পড়তে হয়।
TRAI-এর নতুন নিয়ম লঙ্ঘন করলে নেওয়া হবে কড়া ব্যবস্থা
শুরুতেই বলেছি, টেলিমার্কেটিং সংস্থাগুলির এই মন-মর্জি নিয়ন্ত্রণে কঠোর হয়েছে ট্রাই। রেগুলেটরি সংস্থার তরফে বলা হয়েছে যে, টেলিমার্কেটিং সংস্থাগুলিকে আগামী ৩০ দিন অর্থাৎ ১ মাসের মধ্যে এই জাতীয় ১০ সংখ্যার নম্বর বন্ধ করে দিতে হবে; মানে এই নম্বরগুলি দিয়ে তারা আর প্রচারমূলক কল বা মেসেজ করতে পারবে না। কিন্তু এই ঘোষণা সত্ত্বেও যদি সংস্থাগুলি নিয়মের লঙ্ঘন করে, তবে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে।
এই কাজটি করলে বন্ধ হবে আপনার মোবাইল নম্বরও
শুধু টেলিমার্কেটিং সংস্থা নয়, আপনিও যদি আপনার ১০ সংখ্যার মোবাইল নম্বর প্রচারমূলক মেসেজ বা কল করার জন্য ব্যবহার করেন তবে সেই কাজ অবিলম্বে বন্ধ করুন। অন্যথায়, আপনার মোবাইল নম্বরটিও আগামী ১ মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে।