হাল ফেরাতে দরকার ৩৭ হাজার কোটির বেশি, অর্থ সাহায্য চেয়ে ফের কেন্দ্রের কাছে দরবার BSNL-এর

বেসরকারি টেলিকম অপারেটরদের পরে এবার সরকারের দ্বারস্থ বিএসএনএল (BSNL)। সম্প্রতি রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটি সরকারের কাছে আর্থিক সাহায্যের জন্য আবেদন করেছে। সরকার অর্থবরাদ্দ করলে সেটা তারা 4G পরিকাঠামো গড়ে তোলার কাজে লাগাবে বলে সংস্থা জানিয়েছে। যদিও এ ব্যাপারে সরকারের তরফ থেকে এখনো কোনো উচ্চবাচ্য শোনা যায়নি।

আসলে 4G নেটওয়ার্কের অনুপস্থিতি দেশের টেলিকম ব্যবসায় বিএসএনএলকে অনেকটা পিছিয়ে দিয়েছে। উপরন্তু খারাপ পরিষেবার অভিযোগে দেশীয় সংস্থাটি বরাবর অভিযুক্ত। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে উন্নত পরিষেবা প্রদান ও 4G নির্মাণের জন্য সত্যিই কোটি কোটি টাকার প্রয়োজন। এক্ষেত্রে সরকার সাহায্যের হাত বাড়িয়ে না দিলে বিএসএনএলের পক্ষে উদ্ধার পাওয়া যথেষ্ট মুশকিল হবে।

সরকারের কাছে BSNL -এর দাবীর অঙ্ক

ফিনান্সিয়াল এক্সপ্রেস (Financial Express)-র প্রতিবেদন অনুযায়ী বিএসএনএলের বর্তমান চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পিকে পূর্বার (PK Purwar) সম্প্রতি দেশের টেলিকমিউনিকেশন বিভাগের (Department of Telecommunication বা DoT) সেক্রেটারি অংশু প্রকাশের কাছে একটি চিঠিতে অর্থ সাহায্যের জন্য আবেদন চেয়েছেন। সংস্থার দৈন্যদশা কাটানোর জন্য ২০২২-২০২৪ অর্থবর্ষের মধ্যে তাদের অন্তত ১৭,৫০০ কোটি টাকা দরকার বলে বিএসএনএল প্রধান জানিয়েছেন। এর পুরো টাকাটাই অতি দ্রুত 4G পরিষেবা সরবরাহের কাজে ব্যয় করা হবে।

উপরোক্ত বিপুল অঙ্কের দাবী ছাড়াও BSNL সরকারের কাছে অতিরিক্ত ১৯,৬০৫ কোটি টাকা চেয়েছে। সংস্থার ঘাড়ে চেপে থাকা ঋণের বোঝা নামাতে হলে এই টাকা তাদের অবিলম্বে দরকার বলে বিএসএনএলের প্রধান পূর্বারের বক্তব্য। অর্থাৎ দেশের টেলিকম বিভাগের কাছে বিএসএনএলের সম্পূর্ণ চাহিদার পরিমাণ ৩৭,১০৫ কোটি টাকা।

কেন্দ্রীয় সরকারের পক্ষে রাষ্ট্রায়ত্ত টেলিকম গোষ্ঠীর উপরোক্ত চাহিদা পূরণ যে অসম্ভব তা নয়। কারণ এর আগে তারা বিভিন্ন বেসরকারি টেলিকম অপারেটরের উদ্ধারে হাজার হাজার কোটি টাকার ত্রাণ প্রকল্প ঘোষণা করেছে। সেখানে দেশীয় নিয়ন্ত্রণাধীন সংস্থা হিসেবে বিএসএনএলকে সাহায্য করা তাদের অবশ্যকর্তব্য। দুঃসময়ে তাদের পাশে দাঁড়ালে বিএসএনএল হয়তো খুব তাড়াতাড়ি উন্নত 4G পরিষেবা সরবরাহে সাফল্য পাবে। আর তেমনটা হলে ভারতের টেলিকম ব্যবসার চালচিত্রে যে একটা বড় পরিবর্তন ঘটবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন