৩০,০০০ টাকার মধ্যে নতুন Laptop কিনবেন ভাবছেন? এই পাঁচটি মডেল হতে পারে সেরা বিকল্প

বর্তমান কর্মব্যস্ত জীবনে স্মার্টফোন যতই বড় একটা অংশ জুড়ে থাক না কেন, সব প্রয়োজন এর মাধ্যমে মেটানো যায়না। এমতাবস্থায় প্রয়োজন হয় কম্পিউটার জাতীয় ডিভাইসের। সেক্ষেত্রে আপনি এখন যদি এরকমই কোনো কাজ মেটাতে, ওয়ার্ক ফ্রম হোমের প্রয়োজনে অথবা পড়াশোনার জন্য কম দামে একটি ভালো পারফরম্যান্সযুক্ত একটি ল্যাপটপ কিনতে চান, তাহলে বাজারে সেই বিকল্পও ব্যাপক সংখ্যায় আছে। যেমন এই প্রতিবেদনে আমরা Lenovo থেকে শুরু করে Asus-এর মতো নামী ব্র্যান্ডের কয়েকটি সেরা ল্যাপটপ মডেলের কথা বলব, যেগুলি ৩০,০০০ টাকার কম খরচে কেনা যাবে। তো আসুন দেখে নিই তালিকা।

৩০ হাজার টাকা বাজেটে সেরা এই ৫টি ল্যাপটপ

১. Lenovo V15 G2: এই ল্যাপটপটিতে আছে ১৫.৬ ইঞ্চি ডিসপ্লে, ডুয়াল কোর ইন্টেল সেলেরন প্রসেসর, ৮ জিবি র‌্যাম, ২৫৬ জিবি এসএসডি (SSD) স্টোরেজ এবং ০.৩ মেগাপিক্সেল ওয়েবক্যাম। এটি উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের সাহায্যে চলবে।

এর মূল্য ২৩,৩৯৯ টাকা।

২. Asus VivoBook 14 X 415MA BV011W: এই ল্যাপটপ কিনলে ১৪ ইঞ্চি ডিসপ্লে, ডুয়াল কোর সেলেরন প্রসেসর, ৪ জিবি র‌্যাম, ২৫৬ জিবি স্টোরেজ এবং উইন্ডোজ ১১ ওএসের পাশাপাশি ইউএসবি ২.০ পোর্ট, মাইক্রোফোন জ্যাকের মতো ফিচার পাবেন।

ডিভাইসটির দাম ২৫,৯৯০ টাকা।

৩. Lenovo Ideapad 3 15IGL05: এতে বড় ১৫.৬ ইঞ্চি ডিসপ্লে, ডুয়াল কোর সেলেরন প্রসেসর, ৮ জিবি র‌্যাম, ২৫৬ জিবি স্টোরেজ এবং উইন্ডোজ ১১ ওএস বিদ্যমান। সাথে আছে কার্ড রিডার সাপোর্ট এবং এইচডিএমআই (HDMI) পোর্ট।

ল্যাপটপটি ২৭,৯৮৯ টাকায় কেনা যাবে।

৪. HP Chromebook 11A NA0002MU: তালিকাভুক্ত এই ক্রোমবুক মডেলে ১১.৬ ইঞ্চি স্ক্রিন, ১১তম প্রজন্মের ইন্টেল কোর আই৩ (i3) প্রসেসর, ব্লুটুথ-ওয়াইফাই কানেক্টিভিটির মতো ফিচার পাওয়া যাবে।

এই ল্যাপটপের দাম পড়বে ২৯,৯৯০ টাকা।

৫. Infinix INBook X2 Slim XL23: জনপ্রিয় চাইনিজ টেক ব্র্যান্ডের এই ল্যাপটপটিতেও ১৪ ইঞ্চি ডিসপ্লে, ১১তম জেনারেশনের ইন্টেল কোর আই৩ প্রসেসর, ৮ জিবি র‌্যাম, ২৫৬ জিবি স্টোরেজের মতো ফিচার আছে।

এটি কিনতেও ২৯,৯৯০ টাকা দাম দিতে হবে।