সিএনজি গাড়ি কিনে খরচ কমান, Maruti Suzuki লঞ্চ করল Baleno CNG ও XL6 CNG, মাইলেজ 30 কিমি

Maruti Suzuki আজ ভারতে তাদের দুই নতুন CNG গাড়ি লঞ্চ করল৷ Baleno হ্যাচব্যাক ও XL6 এমপিভি মডেলের সিএনজি ভার্সন এনেছে মারুতি। XL6 CNG একটি Zeta ভ্যারিয়েন্টে বিক্রি হবে৷ যার দাম রাখা হয়েছে ১২.২৪ লক্ষ টাকা। এটি পেট্রল Zeta-র চেয়ে ৯৬,০০০ টাকা দামী।

অন্যদিকে, Baleno CNG এসেছে দুই ভ্যারিয়েন্টে – Delta MT ও Zeta MT৷ দাম ধার্য হয়েছে যথাক্রমে ৮.২৮ লাখ ও ৯.২১ লাখ। পেট্রল ভ্যারিয়েন্টের চেয়ে এদের দাম মূল্য ৯৫,০০০ টাকা বেশি। না কিনে সাবস্ক্রিপশন চার্জের মাধ্যমেও মালিকানা নেওয়া যাবে গাড়ি দু’টির। ফি ১৮,৪০৩ টাকা থেকে শুরু হয়ে ৩০,৯২১ টাকা পর্যন্ত।

Maruti Suzuki XL6 CNG

গাড়িটি প্রতি কেজি সিএনজিতে ২৬.৩২ কিলোমিটার মাইলেজ দেবে বলে দাবি করা হয়েছে। পেট্রল ভার্সনের মতো এটি ১.৫ লিটার ডুয়ালজেট ইঞ্জিন পেয়েছে‌। যা ৮৭.৮৩ পিএস শক্তি ও ১২১.৫ এনএম টর্ক উৎপন্ন করে। এটি সাধারণ পেট্রল ভ্যারিয়েন্টের তুলনায় যথাক্রমে ১৩ পিএস ও ১৫ এনএম কম আউটপুট দেয়। ফাইভ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স অপশন রাখা হয়েছে।

XL6 এর বিশেষ ফিচারগুলির মধ্যে রয়েছে অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে সাপোর্ট, সুজুকি কানেক্ট সিস্টেমের চল্লিশের বেশি বৈশিষ্ট্য, ক্রুজ কন্ট্রোল, চারটি এয়ারব্যাগ, হিল হোল্ড-সহ ইএসপি, এলইডি ফ্রন্ট ফগ ল্যাম্প, ইত্যাদি।

Maruti Suzuki Baleno CNG

ব্যালেনোর সিএনজি ভার্সন ৩০.৬১ কিলোমিটার মাইলেজ দেবে বলে দাবি করেছে মারুতি। বর্তমানে এটি একমাত্র প্রিমিয়াম হ্যাচব্যাক যা ছয়টি এয়ারব্যাগের সাথে উপলব্ধ। সিএনজি ভ্যারিয়েন্টে এটি ৭৭.৪৯ পিএস শক্তি এবং ৯৮.৫ এনএম টর্ক অফার করবে। পেট্রল ভ্যারিয়েন্টের তুলনায় আউটপুট যথাক্রমে ১২ পিএস ও ১৪.৫ এনএম কম।