Best Android App 2023: বছরের সেরা অ্যাপগুলির নাম জানাল Google, লিস্ট দেখলে চমকে যাবেন

Avatar

Published on:

Best Android App 2023

Best Apps in India: স্মার্টফোন মানেই নানারকম (পড়ুন বৈচিত্র্যময়) অ্যাপের সম্ভার, আর বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশনের কাজ বা ব্যবহারও ভিন্ন ভিন্ন। এক্ষেত্রে, যারা অ্যান্ড্রয়েড (Android) স্মার্টফোন ব্যবহার করেন, তাদের কোনো অ্যাপ ডাউনলোড, ইনস্টল এবং আপডেট করার জন্য ভরসা Google Play Store। এই অ্যাপ স্টোরের মাধ্যমে টেক জায়ান্ট Google, সেরা এবং সুরক্ষিত অ্যাপগুলি ইউজারদের আঙুলের ডগায় পৌঁছে দেওয়ার চেষ্টা করে। এই কারণে Play Store-এ হাজার হাজার অ্যাপ্লিকেশনও মজুত রয়েছে। কিন্তু যদি প্রশ্ন ওঠে, Google Play Store অর্থাৎ অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের সেরা অ্যাপ কোনটি, তাহলে? উত্তর জানা না থাকলে মাথা চুলকানোর প্রয়োজন নেই, কারণ চলতি বছরের শেষে এসে Google এবার বেশ কিছু অ্যাপ বেছে নিয়ে সেগুলিকে ‘Best Of Play 2023’ শিরোপা দিয়েছে। সোজা কথায় বললে, সম্প্রতি প্রতিবারের মতো এই বছরের সেরা অ্যাপগুলির (best android apps of year) তালিকা প্রকাশ করেছে সংস্থাটি।

২০২৩ সালের সেরা অ্যান্ড্রয়েড অ্যাপ এইগুলি

  • THAP: Your Happiness Gym (ইউজার্স চয়েস অ্যাওয়ার্ড পেয়েছে)।
  • Level SuperMind: Focus & Calm (বছরের সেরা মানসিক স্বাস্থ্যের অ্যাপ)।
  • Study Abroad with upGrad (পার্সোনাল গ্রোথের অ্যাপ)।
  • Stimuler- IELTS Speaking Coach (সেরা AI অ্যাপ)।
  • Infinity Learn (এভরি-ডে এসেন্শিয়াল)।
  • Dashtoon: Comics & Manga,
  • Pepul,
  • Instagram Threads (সোশ্যাল মিডিয়া অ্যাপ),
  • AmbitionBox – Salary & Reviews,
  • SwiftChat by ConveGenius,
  • BabyCloud,
  • Canva (ট্যাবের জন্য সেরা),
  • Spotify (মাল্টি ডিভাইস অ্যাপ),

এছাড়াও যে অ্যাপগুলিকে সেরা হিসেবে গুগল পুরষ্কৃত করেছে সেগুলি হল WhatsApp, Audible, Blissclub, Autism BASICS, Cashflo, Evernote, Flipaclip এবং Wideo।

উল্লেখ্য, সেরা তালিকাভুক্ত এই অ্যাপগুলির প্রত্যেকটি চলতি বছরে ভারতের ১৯০টির বেশি মার্কেটে ২৫০ কোটিরও বেশি মানুষের কাছে পৌঁছেছে। তবে গুগলের এই পুরষ্কার শুধুমাত্র গুগল প্লে-র সেরা অ্যাপ এবং গেমের নামেই নয়, এক্ষেত্রে সংস্থাটি অ্যাপ ডেভেলপারদেরও সম্মানিত করেছে।

সঙ্গে থাকুন ➥