Instagram Down: সকালেই মুখ থুবড়ে পড়ল ইনস্টাগ্রাম, অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহার করতে সমস্যা

Avatar

Published on:

Instagram Down Social Media Platform outage reported

বৃহস্পতিবার সকালে অনেক ব্যবহারকারী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Instagram ডাউন বলে অভিযোগ করেছেন। ওয়েবসাইট ট্র্যাকার, ডাউন ডিটেক্টর অনুসারে, সকাল থেকে Instagram ব্যবহার করতে গিয়ে অসুবিধায় পড়েছেন প্রায় ২৭ হাজার মানুষ। যদিও ভারতীয় ইউজাররা এই সমস্যার সম্মুখীন হননি।

Instagram অ্যাপ ও ওয়েবসাইটে সমস্যা

ডাউন ডিটেক্টর সাইটে জমা পড়া অভিযোগের প্রায় ৫০ শতাংশ বলেছেন যে ইনস্টাগ্রাম অ্যাপ এবং ওয়েবসাইট অ্যাক্সেস করা যাচ্ছে না, আর প্রায় ২০ শতাংশ অভিযোগ করেছেন যে প্ল্যাটফর্মে লগ ইন করতে গিয়ে তাদের সমস্যা হচ্ছে।

যদিও সকাল সকাল কেন এই সমস্যা সে বিষয়ে এখনও কিছুই জানায়নি ইনস্টাগ্রাম‌। তবে এটি কোনো প্রযুক্তিগত সমস্যা হতে পারে এবং জুকারবার্গের ইঞ্জিনিয়ার টিম শীঘ্রই এই সমস্যার সমাধান করবে।

যদিও ভারতে Instagram ব্যবহার করতে কোনো সমস্যা হচ্ছে না। আমাদের মেম্বাররা অ্যাপ ও ওয়েবসাইট উভয়ই ঠিকমতো ব্যবহার করতে পারছেন। এমনকি তারা ফটো আপলোড করতে পেরেছেন।

সঙ্গে থাকুন ➥