JioVoot App: জিও আনছে জিওভুট ওটিটি অ্যাপ, ব্যবসা বন্ধ হতে পারে Netflix ও Amazon Prime-এর

Avatar

Published on:

JioVoot App Launch Date

রিলায়েন্স জিও (Reliance Jio) একটি নতুন ওটিটি অ্যাপ আনছে, যা জিওভুট (JioVoot) নামে লঞ্চ হতে পারে। লেটেস্ট সিনেমা, শো ও ক্রিকেট ম্যাচ উপভোগ করা যাবে এই অ্যাপে। মনে করা হচ্ছে Jio-র নতুন JioVoot অ্যাপটি সরাসরি নেটফ্লিক্স (Netflix), ডিজনি প্লাস হটস্টার (Disney+ Hotstar) এবং অ্যামাজন প্রাইম ভিডিওর (Amazon Prime Video) সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। ব্যবহারকারীরা এই অ্যাপে একাধিক এক্সক্লুসিভ কনটেন্ট পাবেন।

JioVoot-এর সাবস্ক্রিপশন প্ল্যান

JioVoot অ্যাপের প্রাথমিক মাসিক সাবস্ক্রিপশন প্ল্যান চার্জ ৯৯ টাকা হতে পারে। এছাড়াও সংস্থাটি বেস, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম প্ল্যান চালু করতে পারে। পাশাপাশি আসতে পারে জিওভুট ওটিটি অ্যাপের বার্ষিক সাবস্ক্রিপশন প্ল্যান।

JioVoot App কবে লঞ্চ হবে

জিওভুট অ্যাপের লঞ্চের তারিখ এখনও প্রকাশ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, এবারের আইপিএলের পর অর্থাৎ ২৮ মে অ্যাপটি চালু হতে পারে।

JioCinema অ্যাপের নাম পরিবর্তন করে করা হতে পারে JioVoot

কিছু রিপোর্টে দাবি করা হচ্ছে যে, জিও তার পুরানো JioCinema অ্যাপের নাম পরিবর্তন করে JioVoot করতে পারে। প্রসঙ্গত, জিওসিনেমা অ্যাপ বর্তমানে একটি ফ্রি ভিডিও স্ট্রিমিং পরিষেবা, যার মাধ্যমে আইপিএল ২০২৩ সরাসরি সম্প্রচারিত হচ্ছে। গত সপ্তাহেই জানা গিয়েছিল, জিও সিনেমা অ্যাপের জন্য চার্জ নেওয়া হতে পারে। তবে এখন যা খবর, জিওসিনেমা অ্যাপের নাম পরিবর্তন করে জিওভুট রাখা হবে।

JioVoot-এর বিশেষত্ব

জিওভুট অ্যাপে ১০০টিরও বেশি নতুন সিনেমা ও টিভি শো শুরুতে যুক্ত করা হবে। এই নতুন কনটেন্টের জন্য ব্যবহারকারীদের চার্জ দিতে হবে। মনে করা হচ্ছে জিওভুট অ্যাপে সরাসরি মুক্তি পেতে পারে বলিউড সিনেমা। এছাড়াও, জিও এক্সক্লুসিভ ফিল্ম এবং ওয়েব সিরিজ রিলিজ হতে পারে। এমন পরিস্থিতিতে নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইম ভিডিওর মতো প্ল্যাটফর্মগুলি চাপে পড়বে।

সঙ্গে থাকুন ➥