IPL 2024: আইপিএলে ঘটল বিরলতম কান্ড, ব্যাটিং-বোলিং নয়, অনন্য কারণে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার জিতলেন ঋষভ

সোমবার দিল্লি ক্যাপিটালসের হয়ে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে উইকেটের পিছনে ২ টি স্টাম্প আউট করেছেন ঋষভ পান্থ, এছাড়া ২ টি ক্যাচও নিয়েছেন তিনি।

বুধবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ঘরোয়া দল গুজরাট টাইটান্সকে (Gujarat Titans) লজ্জার হার হারিয়ে মূল্যবান ২ পয়েন্ট সংগ্রহ করেছে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। প্রথমে ৮৯ রানে গুজরাটের মতো ব্যাটিং লাইনআপকে অলআউট করা থেকে শুরু করে, ১১.১ ওভার বাকি থাকতে ৬ উইকেট হাতে রেখে রান তাড়া করেছে দিল্লি ক্যাপিটালস। এই আইপিএলে (IPL 2024) দিল্লির এটি তৃতীয় জয়।

আর দিল্লির এই জয়ের মূল কারীগর ছিলেন অধিনায়ক ঋষভ পান্থ (Rishabh Pant)। তিনি তার দুর্ধ্বর্ষ অধিনায়কত্ব থেকে শুরু করে উইকেটের পিছনে এবং ব্যাট হাতে সব জায়গাতেই সকলের মন জিতেছেন। তাই গুজরাটের বিরুদ্ধে এই ম্যাচে প্লেয়ার অফ দ্যা ম্যাচ পুরস্কারটি তুলে দেওয়া হয়েছে ঋষভ পান্থ। নিখুঁত উইকেটকিপিংয়ের জন্য সবাইকে চমকে দিয়ে ম্যাচের সেরা পুরস্কারটি নিজের নাম করেছেন ২৬ বছর বয়সী এই তারকা।

সোমবার দিল্লির হয়ে উইকেটের পিছনে ২ টি স্টাম্প আউট করেছেন ঋষভ পান্থ, এছাড়া ২ টি ক্যাচও নিয়েছেন তিনি। তাছাড়া এই ম্যাচে খুব সুন্দর রিভিউ নিতে দেখা গেছে ঋষভকে। এদিকে ব্যাট করতে এসেও ১১ বলে ১৬ রানের সাথে ম্যাচ ফিনিশ করেন দিল্লি অধিনায়ক। যার জন্য প্লেয়ার অফ দ্যা ম্যাচের আরও অনেক দাবীদার থাকা সত্ত্বেও ঋষভের হাতে তুলে দেওয়া হয়েছে ওই পুরস্কারটি।

গুজরাটের বিরুদ্ধে বল হাতে ৩ উইকেট শিকার করেছেন মুকেশ কুমার। এছাড়া ২ টি করে উইকেট নিয়েছেন ঈশান্ত শর্মা এবং ত্রিস্টান স্টাবস। তাদের কারণে এই ম্যাচে ৮৯ রানে বান্ডিল হয় গুজরাট। তাছাড়া ব্যাট হাতেও ১০ বলে ২০ রান করেন জেক ফ্রেজার-ম্যাকগার্ক, এদিকে শে হোপও ১০ বলে ১৯ রান করেছিলেন। তা সত্ত্বে সবাইকে অবাক করে উইকেটকিপিংয়ের দৌলতে প্লেয়ার অফ দ্যা ম্যাচ পুরস্কার জিতেছেন ২৬ বছর বয়সী তরুণ ভারতীয় উইকেটকিপার ঋষভ পান্থ।