KKR vs CSK: দ্বিতীয়ার্ধের শুরুতেই ধোনিবাহিনীর মুখোমুখি হবে শ্রেয়াসরা, ইডেন না চিপকে? কবে ম্যাচ, জানুন

এখনো আইপিএলের দ্বিতীয় দফার সময়সূচি না প্রকাশিত হলেও, বেশ কিছু কিছু ম্যাচ সম্পর্কে বিভিন্ন খবরাখবর উঠে আসছে। সেরকমই আজ কয়েকটি ম্যাচের সময়সূচি নিয়ে খবরাখবর উঠে এসেছে।

আইপিএলের সপ্তদশ সংস্করণ (IPL 2024) শুরু হওয়ার পর ইতিমধ্যে তিনদিন কেটে গেছে। প্রত্যেকটি দল এই মরশুমে নিজেদের প্রথম ম্যাচ খেলে নিয়েছে। এই মুহুর্তে দাঁড়িয়েও এখনো আইপিএলের দ্বিতীয় দফার সময়সূচি প্রকাশ করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। এখনো পর্যন্ত মানুষের হাতের সামনে রয়েছে ওই প্রথম ১৭ দিনের আইপিএল ম্যাচের সূচিই।

তবে দ্বিতীয় দফার সূচি না প্রকাশিত হলেও, বেশ কিছু কিছু ম্যাচ সম্পর্কে বিভিন্ন খবরাখবর উঠে আসছে। সেরকমই আজ কয়েকটি ম্যাচের সময়সূচি নিয়ে খবরাখবর উঠে এসেছে। তবে বিসিসিআইয়ের নিরীখে অফিসিয়াল খবর এখনো কিছু এসে পৌঁছায়নি। আজ প্রকাশিত না হওয়ার সময়সূচির মধ্যে কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস (Kolkata Knight Riders vs Chennai Super Kings) ম্যাচের সূচি সম্পর্কে জানা গেল।

গতকালের রিপোর্ট অনুযায়ী, এই বছরও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দুটি ম্যাচ খেলবে নাইটবাহিনী। সেই মতোই যা খবরাখবর উঠে আসছে তাতে জানা যাচ্ছে, আসন্ন ৮ এপ্রিল মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস। ৮ এপ্রিল তথা সোমবার দ্বিতীয় লেগের প্রথম ম্যাচেই চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে এই বিষিয়ে নিশ্চিত কোনো খবরাখবর এসে পৌঁছায়নি।

নিশ্চিত খবরাখবর পেতে হলে, ভক্তদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। যতদূর খবর পাওয়া যাচ্ছে, আজ সন্ধ্যার আগেই ঘোষণা হতে আইপিএল ২০২৪ এর দ্বিতীয় দফার সময়সূচি। এদিকে চেন্নাই বনাম কলকাতা ম্যাচের টুকরো খবর সামনে আসায় এখন থেকেই ওই ম্যাচকে ঘিরে খুব উত্তেজিত দুই দলের সমর্থকরা। গত বছর যখন চেন্নাইয়ে কলকাতা এবং চেন্নাই মুখোমুখি হয়েছিল, তখন কলকাতা সেই ম্যাচে জয়লাভ করেছিল।