শরীরের তাপমাত্রা থেকে কানের সমস্যা, Apple AirPods এবার জানাবে অনেক কিছু

Avatar

Published on:

Apple Airpods Body Temperature Feature coming

আগামী সেপ্টেম্বরে Apple মেগা ইভেন্টে iPhone 15 সিরিজ উন্মোচন করবে। এর পাশাপাশি লঞ্চ করা হবে নতুন অ্যাপল এয়ারপড (Apple AirPods)। আর এই গ্যাজেটটি নাকি এবার হিয়ারিং হেলথ ফিচার ও বডি টেম্পারেচার শনাক্ত করার বৈশিষ্ট্য সহ আসবে। অ্যাপল প্রোডাক্ট বিশ্লেষক মার্ক গুরম্যান সম্প্রতি এমনটাই দাবি করেছে।

এছাড়া শোনা যাচ্ছে, নতুন Apple AirPods এর সঙ্গে টাইপ-সি চাজিং পোর্টও পাওয়া যাবে। ইউরোপীয় ইউনিয়নের আদেশের পর অ্যাপল এখন তার সব প্রোডাক্ট থেকে লাইটনিং পোর্ট সরিয়ে ফেলার প্রস্তুতি নিচ্ছে। এই নতুন এয়ারপড ২০২৪ সালের মার্চের মধ্যে লঞ্চ হবে।

রিপোর্টে অনুযায়ী, অ্যাপল এখন একটি হিয়ারিং টেস্ট সম্পন্ন‌ করার কাজে ব্যস্ত। যার ফলে অ্যাপল এয়ারপডস নিজেই জানিয়ে দেবে কিভাবে আপনি কোনো কিছু আরও ভালো ভাবে শুনতে পারবেন। এতে এমন কিছু সাউন্ড দেওয়া হবে, যেগুলি কেউ সঠিকভাবে না শুনতে পাওয়ার অর্থ তার শ্রবণ সংক্রান্ত সমস্যা রয়েছে।

প্রসঙ্গত, Apple Watch স্মার্টওয়াচে ইসিজি সাপোর্ট করে, যার সাহায্যে আপনি মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে আপনার ইসিজি রিপোর্ট নিতে পারবেন। এখন আপনি যদি সত্যি সত্যিই Apple AirPods এর মাধ্যমে কানের পরীক্ষা করতে পারেন এবং শরীরের তাপমাত্রা জানতে পারেন, তাহলে এই অডিও প্রোডাক্টের জনপ্রিয়তাও আকাশচুম্বী হবে।

সঙ্গে থাকুন ➥