সবচেয়ে সস্তা 13th Gen Intel প্রসেসরের Tecno Megabook T1 2023 ল্যাপটপ লঞ্চ হল, ফুল চার্জে চলবে ১৮ ঘন্টা

Tecno Megabook T1 2023 ল্যাপটপের দাম শুরু হচ্ছে ৩৯৯ ডলার (ভারতীয় মূল্যে প্রায় ৩৩,০০০ টাকা) থেকে

সিঙ্গাপুরে অনুষ্ঠিত একটি লঞ্চ ইভেন্ট চলাকালীন আজ (২২শে সেপ্টেম্বর) Tecno তাদের প্রথম ফ্লিপ-স্টাইল স্মার্টফোন Phantom V Flip 5G লঞ্চ করে। তবে আলোচ্য হ্যান্ডসেটের পাশাপাশি সংস্থাটি Tecno Megabook T1 2023 নামের একটি নতুন ল্যাপটপেরও ঘোষণা করেছে। এই ল্যাপটপটি ১৪-ইঞ্চির FHD IPS ডিসপ্লে এবং অ্যালুমিনিয়াম চ্যাসিসের সাথে এসেছে। এছাড়া এতে – ১৩তম প্রজন্মের ইন্টেল কোর চিপসেট, বিভিন্ন মোড সমর্থিত ২ মেগাপিক্সেলের ওয়েবক্যাম, ব্যাকলিট কী-বোর্ড এবং ৭৫Whr ক্যাপাসিটির শক্তিশালী ব্যাটারির মতো ফিচারও বিদ্যমান থাকছে। আসুন Tecno Megabook T1 2023 -এর দাম ও বিশেষত্ব সম্পর্কে খুঁটিনাটি জেনে নেওয়া যাক…

Tecno Megabook T1 2023 এর স্পেসিফিকেশন ও ফিচার

টেকনো মেগাবুক টি১ ২০২৩ ল্যাপটপে ১৪-ইঞ্চির ফুল এইচডি IPS ডিসপ্লে আছে, যা ১৬:১০ এসপেক্ট রেশিও এবং ৩৫০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ডিভাইসটি ইন্টেল আইরিস অ্যাক্স গ্রাফিক্স কার্ড এবং ১৩তম প্রজন্মের ইন্টেল কোর আই৫ / আই৭ প্রসেসরের সাথে এসেছে। আবার অপারেটিং সিস্টেম হিসাবে উইন্ডোজ ১১ প্রি-লোডেড থাকছে। এই আল্ট্রা স্লিম ডিজাইনের ল্যাপটপে ১৬ জিবি র‌্যাম এবং সর্বোচ্চ ১ টেরাবাইট স্টোরেজ উপলব্ধ।

অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে, Tecno Megabook T1 2023 ল্যাপটপে ২ মেগাপিক্সেলের ওয়েবক্যাম রয়েছে, যা – এআই (AI) বিউটি, ফেস চেজিং এবং ব্যাকগ্রাউন্ড ব্লারের মতো ফাংশন সাপোর্ট করে। আবার ভিডিও কলের সময় আরও ভালো সাউন্ড কোয়ালিটি প্রদানের জন্য এতে ২টি মাইক্রোফোন দেওয়া হয়েছে। এছাড়া এই ল্যাপটপে ১.৫ মিমি লম্বা কী-স্ট্রোক যুক্ত ব্যাকলিট কী-বোর্ড পাওয়া যাবে।

টেকনো ব্র্যান্ডিংয়ের এই নয়া ল্যাপটপে ৭৫Whr ক্যাপাসিটির ব্যাটারি আছে। সংস্থার দাবি অনুসারে, এই ব্যাটারি একবার চার্জে ১৮.৫ ঘন্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। পরিশেষে Tecno Megabook T1 2023 -এর ওজন ১.৩৯ কেজি এবং এটি অ্যালুমিনিয়াম বডি-বিল্ডের সাথে এসেছে।

Tecno Megabook T1 2023 ল্যাপটপের দাম

Tecno Megabook T1 2023 ল্যাপটপের দাম শুরু হচ্ছে ৩৯৯ ডলার (ভারতীয় মূল্যে প্রায় ৩৩,০০০ টাকা) থেকে। এটিকে তিনটি কালার বিকল্পে লঞ্চ করা হয়েছে, যথা – মোনেট ভায়োলেট, মুনশাইন সিলভার এবং স্পেস গেরি। নবাগত এই টেকনো ল্যাপটপকে ভারত সহ বিশ্ববাজারে কবে উপলব্ধ করা হবে সেই তথ্য এখনো প্রকাশ করা হয়নি।