রোদেও ডিসপ্লের লেখা পরিষ্কার পড়া যাবে, লঞ্চ হল Fitshot Connect স্মার্টওয়াচ

দেশীয় লাইফস্টাইল ইলেকট্রনিক ব্র্যান্ড Fitshot লঞ্চ করল তাদের নতুন Fitshot Connect স্মার্টওয়াচ। ১.৮৫ ইঞ্চি বড় আকারের ডিসপ্লের সাথে এসেছে নতুন এই স্মার্টওয়াচ। সংস্থার মতে, এতে ব্যবহৃত সোলোসিন্ক টেকনোলজি ভারতে প্রথম। তাছাড়া এতে রয়েছে ব্লুটুথ কলিং ফিচার। চলুন দেখে নেওয়া যাক নতুন Fitshot Connect স্মার্টওয়াচের দাম এবং স্পেসিফিকেশন।

Fitshot Connect স্মার্টওয়াচের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে ফিটশট কানেক্ট স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ২,৯৯৯ টাকা। ব্ল্যাক, ব্লু এবং গ্রীন কালার অপশনের মধ্যে থেকে ক্রেতারা বেছে নিতে পারবেন তাদের পছন্দের স্মার্টওয়াচটি। আজ অর্থাৎ ১২ আগস্ট বেলা বারোটা থেকে ই-কমার্স সাইট ফ্লিপকার্টে এর বিক্রি শুরু হবে ।

Fitshot Connect স্মার্টওয়াচের স্পেসিফিকেশন

নবাগত ফিটশট কানেক্ট স্মার্টওয়াচ ১.৮৫ ইঞ্চি বর্গক্ষেত্রাকার কসমিক ডিসপ্লের সাথে এসেছে। যার রেজোলিউশন ২৪০x২৮০ পিক্সেল এবং ডিসপ্লেটি ৫০০ নিটস পর্যন্ত উজ্জলতা দেবে। আবার এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৬০ হার্টজ। এর স্ট্র্যাপটি পরিবর্তনশীল বলে জানিয়েছে সংস্থাটি।

অন্যদিকে নতুন স্মার্টওয়াচে ব্যবহারকারী তিনটি মেনু অপশন এবং দুটি ইনবিল্ট গেম কাস্টমাইজ করার সুবিধা পাবেন। এছাড়া ইউজার চাইলে তার লুক অনুযায়ী বদলানোর জন্য ১০০ টি ওয়াচফেস অপশন পাবেন ঘড়িটিতে। এমনকি ওয়্যারেবলটি মাল্টি স্পোর্টস মোডের সাথে একশোটি অ্যাক্টিভিটি এবং এক্সারসাইজ সাপোর্ট করবে।

তদুপরি, ব্যবহারকারীর স্বাস্থ্যের খেয়াল রাখতে ঘড়িটিতে হার্ট রেট, ব্লাড প্রেসার,SpO2, স্লিপ এবং ব্রিথ রেট মনিটর উপলব্ধ। উপরন্তু এতে থাকছে অভিনব মুড মেজারমেন্ট ফিচার, যার মাধ্যমে ব্যবহারকারী সারাদিনে তার মুড কেমন থাকছে তা জানতে পারবেন। সংস্থার দাবি অনুযায়ী, এতে ব্যবহৃত সোলোসিন্ক টেকনোলজি ভারতে প্রথম। তাছাড়া ঘড়িটি ব্লুটুথ কলিং ফিচার সাপোর্ট করবে এবং এতে রয়েছে উন্নততর ব্লুটুথ কানেক্টিভিটি, যার মাধ্যমে সিমলেস পেয়ারিং সম্ভব।

এবার আলোচনা করা যাক Fitshot Connect স্মার্টওয়াচের ব্যাটারি প্রসঙ্গে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৩০০ এমএএইচ ব্যাটারি , যা একবার চার্জে সাতদিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। তাছাড়া স্মার্টওয়াচটির অন্যান্য ফিচারের মধ্যে উল্লেখযোগ্য ভয়েস অ্যাসিস্ট্যান্ট, রিমোট, ক্যামেরা শাটার, স্টপওয়াচ, অ্যালার্ম, ক্লক, রিমোট, মিউজিক প্লেয়ার কন্ট্রোল, টাইমার, ফ্লাসলাইট, ফাইন্ড ফোন, সিডেন্টারি রিমাইন্ডার, ওয়েদার ফোরকাস্ট, ফিমেল হেলথ ট্র্যাকার ইত্যাদি। সর্বোপরি, জল এবং ধুলো থেকে সুরক্ষা দেওয়ার জন্য ঘড়িটি IP68 রেটিংসহ এসেছে।