ওয়ানপ্লাসের ইতিহাসে নতুন অধ্যায় লিখতে চলেছে OnePlus 11, লঞ্চের পরেই রেকর্ড

দীর্ঘ প্রতীক্ষার পর, অবশেষে ওয়ানপ্লাস গতকাল (৪ জানুয়ারি) চীনে তাদের ফ্ল্যাগশিপ OnePlus 11 5G লঞ্চ করেছে। এটির লঞ্চের কয়েক ঘন্টা পরে (সুনির্দিষ্টভাবে স্থানীয় সময়ে বিকেল ৪ টে), কোম্পানি এই ডিভাইসটির জন্য প্রি-অর্ডার পেতে শুরু করে। OnePlus 11 5G-এর প্রথম সেলটি আগামী ৯ জানুয়ারি চীনে অনুষ্ঠিত হবে বলে ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে। ফোনটি প্রি-অর্ডারের জন্য উপলব্ধ হওয়ার পরপরই, ওয়ানপ্লাসের চীনা শাখার প্রধান লি জিয়ে সোশ্যাল মিডিয়ায় এর বাজার প্রতিক্রিয়া সম্পর্কে জানিয়েছেন, যা ওয়ানপ্লাসের অনুরাগীদের উচ্ছ্বসিত করবে। আসুন এসম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

OnePlus-এর ইতিহাসে দ্রুততম প্রি-সেল রেকর্ড গড়লো OnePlus 11 5G

লি জিয়ে তার ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং সাইট) পোস্টে দাবি করেছেন যে, মাত্র দুই ঘন্টার মধ্যে ওয়ানপ্লাস ১১ ৫জি কোম্পানির ইতিহাসে দ্রুততম প্রি-সেলের রেকর্ড অর্জন করেছে। তিনি এই ফোনটিকে সমর্থন ও স্বীকৃতি দেওয়ার জন্য সকল ক্রেতা ও অনুরাগীদের ধন্যবাদ জানান। এছাড়াও, লি জিয়ে জানান যে, এটি তাদের আশ্বস্ত করেছে যে যতক্ষণ পর্যন্ত তারা ডিভাইস তৈরিতে পারদর্শীতা দেখাবে, ততক্ষণ তারা ব্যবহারকারীদের কাছ থেকে আরও সমর্থন অর্জন করতে সক্ষম হবে। প্রসঙ্গত, বিক্রির পরিসংখ্যানটি প্রথম সেলের পরেই স্পষ্ট হবে।

চলুন তাহলে সদ্য উন্মোচিত ওয়ানপ্লাস ১১-এর মূল্য এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।

OnePlus 11 5G-এর দাম ও লভ্যতা

ওয়ানপ্লাস ১১ ৫জি তিনটি স্টোরেজ অপশনে চীনে এসেছে- ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১৬ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ। এই মডেলগুলির দাম যথাক্রমে ৩,৯৯৯ ইউয়ান (প্রায় ৪৭,৯০০ টাকা), ৪,৩৯৯ ইউয়ান (প্রায় ৫২,৭০০ টাকা) এবং ৪,৮৯৯ ইউয়ান (প্রায় ৫৮,৭০০ টাকা)। এটি এমেরাল্ড গ্রীন ও ভলক্যানিক ব্ল্যাক- এই দুই কালার অপশনে বেছে নেওয়া যাবে। ফোনটি ভারতে আগামী ৭ ফেব্রুয়ারি লঞ্চ হবে বলে নিশ্চিত করা হয়েছে।

OnePlus 11-এর স্পেসিফিকেশন

OnePlus 11-এ ৬.৭ ইঞ্চির E4 AMOLED LTPO 3.0 ডিসপ্লে রয়েছে, যা ৩,২১৬ x ১,৪৪০ পিক্সেলের কোয়াড-এইচডি+ রেজোলিউশন, ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট এবং ডলবি ভিশন সাপোর্ট করে। নিরাপত্তার জন্য, এতে একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে। এটি একটি আইপি৫৪-রেটেড ডিভাইস যার সামনে এবং পিছনে গরিলা গ্লাস ৫-এর সুরক্ষা রয়েছে। ডিভাইসটি স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট দ্বারা চালিত, যার সাথে সর্বাধিক ১৬ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইউএফএস ৪.০ স্টোরেজ যুক্ত রয়েছে।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য, OnePlus 11-এর রিয়ার প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ৩২ মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর যুক্ত ট্রিপল ক্যামেরা সিস্টেম উপস্থিত রয়েছে।

আর সেলফির জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। OnePlus 11-এর চীনা সংস্করণটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস ১৩ (ColorOS 13) কাস্টম স্কিনে রান করে। তবে, এর গ্লোবাল সংস্করণটি আগামী ৭ ফেব্রুয়ারি লঞ্চ হবে, যা অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অক্সিজেনওএস ১৩ (OxygenOS 13) ইউজার ইন্টারফেসে চলবে বলে জানা গেছে। সর্বোপরি, পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus 11-এ ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে।