Honda CB200X: পুজোর আগে হোন্ডার ফের চমক, হাজির দারুণ মোটরসাইকেল নিয়ে, দাম জেনে নিন

By :  SUMAN
Update: 2023-09-16 07:07 GMT

এপ্রিল থেকে ভারতে নয়া নির্গমন বিধি BS6 Phase2 চালু করেছে কেন্দ্র। ফলে বাজারে বিক্রিত সমস্ত যানবাহনের ইঞ্জিন আপডেট দেওয়ার ক্ষেত্রে বাধ্য কোম্পানিগুলি। এবার নয়া নির্গমন বিধি পালন করে হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া তাদের CB200X-এর নতুন সংস্করণ লঞ্চ করল। বড় আপগ্রেড বলতে এতে যুক্ত হয়েছে E20 (পেট্রল+ইথানলের মিশ্রণে চলার ক্ষমতা) ও OBD2 মাপকাঠির ইঞ্জিন।

উল্লেখ্য, Honda CB200X হচ্ছে Hornet 2.0-এর সফ্ট-রোডার ভার্সন। তাই শহুরে রাস্তায় চলাচলের পাশাপাশি টুকটাক অফ-রোডিং করা যাবে এটি নিয়ে। উৎসাহী ক্রেতারা তাদের নিকটবর্তী হোন্ডার রেড উইং ডিলারশিপ থেকে মোটরসাইকেলটি বুক করতে পারবেন।

2023 Honda CB200X : ডিজাইন

Honda CB500X ADV-এর ডিজাইন থেকে অনুপ্রাণিত হয়ে লঞ্চ হয়েছে CB200X। সপ্তাহান্তে দূরবর্তী ভ্রমণের ক্ষেত্রে যে কোন রাইডারের কাছে জনপ্রিয় হয়ে উঠবে এই বাইকটি। শার্প বডিওয়ার্কে সাথে এতে রয়েছে নয়া গ্রাফিক্স। এছাড়া রয়েছে ডায়মন্ড টাইপ স্টিল ফ্রেম, যা মোটরসাইকেলটির হ্যান্ডেলিং আরও সহজ করে তুলেছে। এতে উপস্থিত অল এলইডি লাইটিং (এলইডি হেডল্যাম্প, এলইডি উইঙ্কার এবং X-আকৃতির এলইডি টেল ল্যাম্প)।

2023 Honda CB200X : ফিচার্স

Honda CB200X-এর ২০২৩ মডেলে দেওয়া হয়েছে একাধিক সেন্সর এবং মনিটর কম্পোনেন্ট, যা নির্গমন কমানোর ক্ষেত্রে ভূমিকা পালন করবে। যদি ইঞ্জিনে কোনরকম গোলযোগ দেখা দেয়, তৎক্ষণাৎ সেটি বাইকের ইন্সট্রুমেন্ট প্যানেলে ওয়ার্নিং লাইট অন করে জানান দেবে। এমনটাই দাবি করেছে হোন্ডা। আপরাইট রাইডিং পজিশন সহ এতে ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট প্যানেল অফার করা হয়েছে। যাতে রয়েছে ৫-লেভেল কাস্টমারজেবল ব্রাইটনেস। এতে স্পিডোমিটার, ওডোমিটার, ট্যাকোমিটার, ফুয়েল গজ, গিয়ার পজিশন ইন্ডিকেটর ইত্যাদি তথ্য ভেসে উঠবে।

2023 Honda CB200X : ইঞ্জিন

চাকায় ঘূর্ণনের শক্তি জোগাতে Honda CB200X-এ দেওয়া হয়েছে একটি ১৮৪.৪০ সিসি, ৪-স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার, PGM-FI ইঞ্জিন। যা ৮,৫০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ১২.৭০ কিলোওয়াট শক্তি এবং ৬,০০০ আরপিএম গতিতে ১৫.৯ এনএম টর্ক উৎপন্ন করবে। রাইডারের সুরক্ষা বাড়াতে দেওয়া হয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস সহ ডুয়েল পেটাল ডিস্ক ব্রেক। এছাড়া রয়েছে অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ। এর ফলে গিয়ার পরিবর্তন মাখনের মত হয়েছে।

2023 Honda CB200X : কালার, দাম ও ওয়ারেন্টি

2023 CB200X এদেশের তিনটি স্টাইলিশ কালারে উপলব্ধ হয়েছে। যথা – ডিসেন্ট ব্লু মেটালিক (নতুন), পার্ল নাইটস্টার ব্ল্যাক এবং স্পোর্টস রেড। বাইকটির দাম ১,৪৬,৯৯৯ টাকা (এক্স-শোরুম) ধার্য করেছে হোন্ডা। সংস্থা তাদের এই মডেলটিতে ১০ বছরের স্পেশাল ওয়ারেন্টি প্যাকেজ অফার করছে। যার মধ্যে রয়েছে ৩ বছরের স্ট্যান্ডার্ড ও ৭ বছরের অপশনাল ওয়ারেন্টি।

Tags:    

Similar News