Tata Harrier Facelift: পুজোয় বড় ধামাকা, ভারতের সবচেয়ে সুরক্ষিত গাড়ি লঞ্চ করে চমকে দিল Tata
দুর্গাপুজো শুরুর আগেই টাটা মোটরস যে দুটি চমক নিয়ে হাজির হয়েছে তাদের মধ্যে একটি যদি হয় নতুন Safari তবে অপরটি অবশ্যই Tata Harrier Facelift। প্রসঙ্গত, সম্প্রতি নতুন প্রজন্মের Nexon এবং Tata Nexon EV লঞ্চ করেছে তারা। দেশে এসইউভির চাহিদা যে হারে বাড়ছে তাতে বাজারে দাপট বজায় রাখতেই একের পর এক নতুন মডেল আনছে দেশীয় সংস্থাটি। তার উপর Safari-র সঙ্গে Tata Harrier গ্লোবাল এনক্যাপ থেকে ফাইভ স্টার রেটিং পেয়ে দেশের সুরক্ষিততম গাড়িতে পরিণত হয়েছে। নিউ জেনারেশন হ্যারিয়ারে পরিবর্তন সম্পর্কে বলতে গেলে ডিজাইন, স্টাইল, ফিচার এবং কেবিনে একঝাঁক পরিবর্তন করা হয়েছে। টাটার এই জনপ্রিয় এসইউভির ফেসলিফ্ট ভার্সনের দাম শুরু হয়েছে ১৫.৪৯ লক্ষ টাকা থেকে ও টপ মডেলের মূল্য ২৪.৪৯ লক্ষ টাকা (এক্স শোরুম)।
2023 Tata Harrier: ডিজাইন
ডিজাইনের প্রসঙ্গে বলতে গেলে টাটা হ্যারিয়ার ফেসলিফ্টের সামনের বনেটের উপর দিয়ে লাগানো একটানা লম্বা এলইডি ডিআরএল স্ট্রিপ বেশ আকর্ষণীয়। পাশাপাশি নতুন ধরনের গ্রিল, আপডেটেড ডিজাইনের হেড ল্যাম্প এবং টেশ ল্যাম্প ইউনিট, নতুন বাম্পার ও নব ডিজাইনের অ্যালয় হুইল ব্যবহার করা হয়েছে এতে। গ্রিল, অ্যালয় হুইল এবং হেড ল্যাম্প হাউসিং আলাদা হওয়ার কারণে টাটা হ্যারিয়ার কিন্তু সর্বতোভাবে সাফারির তুলনায় ভিন্নতা বজায় রাখতে সক্ষম হয়েছে।
2023 Tata Harrier: ইন্টেরিওর ডিজাইন
২০২৩ টাটা হ্যারিয়ার ফেসলিফ্টের কেবিনের মধ্যেও নতুন ডিজাইনের ছোঁয়া দেখতে পাওয়া যায়। গাড়িটির ড্যাশবোর্ডে যুক্ত হয়েছে বড় ডিসপ্লে সহ ইনফোটেনমেন্ট সিস্টেম এবং নেভিগেশন সিস্টেম সহ নয়া ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল। টাটা নেক্সন কিংবা সাফারি এর আপডেটেড ভার্সনের মত এক্ষেত্রেও চার স্পোক যুক্ত স্টিয়ারিং হুইল ব্যবহার করা হয়েছে। স্টিয়ারিং হুইলের ঠিক মাঝেই রয়েছে প্রজ্বলিত সংস্থার লোগো। স্টিয়ারিং হুইলের এই ডিজাইনের পরিবর্তন অবশ্যই কেবিনের সৌন্দর্যকে কয়েকগুণ বৃদ্ধি করতে সাহায্য করে।
2023 Tata Harrier: ফিচার
২০২৩ এর টাটা হ্যারিয়ারে দেওয়া হয়েছে নানা রকমের অত্যাধুনিক বৈশিষ্ট্য। ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল থেকে শুরু করে JBL এর দশটি স্পিকার সম্বলিত মিউজিক সিস্টেম অবশ্যই অন্যতম সেরা আপডেট। ড্রাইভার ও তার পাশের আসন দুটি থাকছে ভেন্টিলেটেড, যা দীর্ঘ রাস্তা আরামদায়কভাবে পাড়ি দেওয়ার উপযুক্ত। এছাড়াও অ্যাডভ্যান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম, প্যাডেল শিফটার, অ্যাম্বিয়েন্ট লাইটিং, জেসচার কন্ট্রোল যুক্ত মোটর পাওয়ারড টেলগেট থাকছে এতে। উপরন্তু গাড়িটিতে সেফটি ফিচার হিসাবে বেস মডেল থেকেই ৬টি এয়ার ব্যাগ উপলব্ধ।
2023 Tata Harrier: ইঞ্জিন স্পেসিফিকেশন
টাটা সাফারির ন্যায় টাটা হ্যারিয়ার ফেসলিফ্টও ২.০ লিটার ফোর সিলিন্ডার ডিজেল ইঞ্জিন পেয়েছে। ইঞ্জিনের সঙ্গে যুক্ত সিক্স স্পিড ম্যানুয়াল এবং সিক্স স্পিড টর্ক কনভার্টার অটোমেটিক গিয়ার বক্স। এই ইঞ্জিনটি সর্বোচ্চ ১৭০ এইচপি ক্ষমতা এবং সর্বাধিক ৩৫০ এনএম টর্ক জেনারেট করতে পারে। টাটা মোটরস এর দাবি, এসইউভিটির ম্যানুয়াল এবং অটোমেটিক ভার্সনে যথাক্রমে ১৬.৮০ কিমি/লিটার এবং ১৪.৬০ কিমি/লিটার মাইলেজ পাওয়া যাবে।