Bajaj: 250 সিসির সবচেয়ে সস্তা বাইক নয়া অবতারে আনছে বাজাজ, ফিচার্সে বড় চমক

By :  SUMAN
Update: 2024-03-26 14:26 GMT

সদ্য Pulsar NS ও N সিরিজের আপডেট ভার্সন লঞ্চ করেছে বাজাজ অটো (Bajaj Auto)। যার রেশ এখনও তরতাজা। এরই মধ্যে বাজাজ তাদের Pulsar N250 মডেলের নতুন ভার্সন আনার জন্য তোড়জোড় শুরু করেছে। সেমি-ফেয়ার্ড বাইকটির টেস্টিং চলানোর ছবি ক্যামেরাবন্দি করা হয়েছে। চলুন জেনে নিই, নিউ জেনারেশন Bajaj Pulsar N250 কী কী চমকের সঙ্গে আসবে।

2024 Bajaj Pulsar N250 : প্ল্যাটফর্ম ও ডিজাইন

ছবি দেখে মনে করা হচ্ছে, আগের চ্যাসিসের উপর নির্ভর করেই নতুন Pulsar N250 বাজারে আনা হবে। ডিজাইনে চমক আনতে নতুন বডি কালার সমেত লঞ্চ করা হতে পারে এই বাইক। পূর্বের মতোই হেডলাইট এবং ডিআরএল-এর লুকস বজাই রাখা হয়েছে।

2024 Bajaj Pulsar N250 : যন্ত্রাংশ ও ফিচার্স

নতুন Bajaj Pulsar N250-তে থাকছে ইউএসডি ফর্ক। যা Bajaj Pulsar NS200-এও উপস্থিত। হার্ডওয়্যার সেটআপে দেওয়া হয়েছে রিয়ার মোনোশক, দু’চাকায় ডিস্ক ব্রেক, 17 ইঞ্চি অ্যালয় হুইল এবং এলইডি লাইটিং। তাৎপর্যপূর্ণ আপডেট হিসেবে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার ও এলসিডি ইউনিটের দেখা মিলবে। নতুন ইন্সট্রুমেন্ট ক্লাস্টারে থাকছে ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোন কানেক্টিভিটির সুবিধা।

2024 Bajaj Pulsar N250 : ইঞ্জিন স্পেসিফিকেশন

Bajaj Pulsar N250-র নয়া সংস্করণের ইঞ্জিনে কোন পরিবর্তন ঘটানো হচ্ছে না। আগের মতই এটি একটি 249 সিসি, এয়ার-অয়েল কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনে ছুটবে। এটি থেকে সর্বোচ্চ 24 বিএইচপি শক্তি এবং 21 এনএম টর্ক পাওয়া যাবে। সঙ্গে মিলবে 5-স্পিড গিয়ারবক্স।

বাজাজ Bajaj Pulsar N250-র নয়া মডেলের লঞ্চের সময়কাল সম্পর্কে মুখ খোলেনি। বর্তমানে বাজাজ পালসার সিরিজের এই বাইকটির দাম 1.52 লাখ টাকা (এক্স-শোরুম)। অর্থাৎ 250 সিসির সবচেয়ে সস্তা বাইক এটি। নতুন ফিচার্স যোগ হওয়ার ফলে দাম আর হাজার দশেক বাড়বে বলেই অনুমান।

Tags:    

Similar News