Suniel Shetty Car: 230 কিমি মাইলেজ দেওয়া গাড়ি কিনলেন সুনীল শেট্টি, দাম মাত্র 7.98 লাখ থেকে শুরু
তারকাদের মধ্যে গাড়ি কেনার প্রবণতা একটু বেশিই। বছরের যে কোনো সময় পছন্দের মডেল বাড়ি নিয়ে আসতে দ্বিতীয়বার ভাবেন না তাঁরা। সাধারণত BMW, Audi, Mercedes-Benz-এর মতো বিলাসবহুল গাড়ি কিনতেই দেখা যায় তাদেরকে। তবে এই চিরাচরিত প্রথার উল্টো পথে হেঁটে সকলকে তাক লাগিয়েছেন বলিউড তারকা সুনীল শেট্টি। বাড়ি নিয়ে এসেছেন দেশের সবচেয়ে সস্তা ইলেকট্রিক গাড়ি MG Comet EV। বর্তমানে যার দাম ৭.৯৮ লক্ষ টাকা থেকে শুরু করে ১০.৬৩ লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত গিয়েছে।
সুনীল শেট্টি কিনলেন MG Comet EV
Comet EV তিন ভ্যারিয়েন্ট বেছে নেওয়া যায় – Pace, Play ও Plush। অভিনেতা যেখানে সংস্থার বড় ইভি মডেল ZS EV বাড়ি নিয়ে আসতে পারতেন, সেখানে Comet EV-তে তাঁর মন মজেছে। গাড়িটির ছোট আকৃতি অভিনেতাকে ভীষণভাবে আকৃষ্ট করেছে। তাই বাড়ি নিয়ে আসার ক্ষেত্রে দু’বার ভাবেননি তিনি। ইনস্টাগ্রামে গাড়ির সামনে দাঁড়িয়ে তোলা ছবিও পোস্ট করেছেন।
স্পেসিফিকেশনের কথা বললে, MG Comet EV-তে ১৭.৩ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে, যা ফুল চার্জে ২৩০ কিলোমিটার পথ ছুটতে সক্ষম। এর ইলেকট্রিক মোটরটি থেকে সর্বোচ্চ ৪০ বিএইচপি শক্তি এবং ১১০ এমএম টর্ক উৎপন্ন হয়। প্রত্যহ শহুরে রাস্তায় চলার জন্য যা যথেষ্ট।
ফিচারের দিক থেকেও কোন অংশে পিছিয়ে নেই MG Comet EV। গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে এতে উপস্থিত ১০.২৫ ইন্সট্রুমেন্ট কন্ট্রোল এবং ইনফোটেনমেন্ট সিস্টেম। সাথে রয়েছে অ্যাপেল কারপ্লে, অ্যান্ড্রয়েড অটো কানেক্টিভিটি, ডুয়েল ফ্রন্ট এয়ারব্যাগ, ইবিডি এবং এবিএস, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম এবং সেন্সর সহ রিভার্স ক্যামেরা।