টেস্টে স্বপ্নের অভিষেক, সরফরাজে মোহিত আনন্দ মাহিন্দ্রা, উপহার দিচ্ছেন Thar গাড়ি
ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক টেস্টে ৬৬ বলে ৬২ রান করে এখন খবরের শিরোনামে সরফরাজ (Sarfaraz Khan)। তাঁর মারকাটারি ইনিংস নজর কেড়েছে Mahindra-র কর্ণধার আনন্দ মাহিন্দ্রার। তাই উপহার হিসেবে Thar SUV তুলে দিতে চাইলেন সরফরাজের বাবা নওশাদ খানকে। ভারত ও ইংল্যান্ডের মধ্যে চলা তৃতীয় টেস্ট ম্যাচে গত বৃহস্পতিবার প্রথমবারের জন্য ভারতীয় টেস্ট দলে প্রথম একাদশে জায়গা পেয়েছেন এই তরুণ ক্রিকেটার। মিডিল অর্ডার ব্যাটসম্যান সরফরাজ খান বরাবরই রান মেশিন হিসাবে পরিচিত।
এই প্রসঙ্গে বলতে গিয়ে আনন্দ মাহিন্দ্রা এক্স হ্যান্ডেলে লিখেছেন, "মনের জোর কখনো হারিও না ব্যাস। ধৈর্য এবং সাহস এর চেয়ে একজন পিতার কাছে তার সন্তানের গুণ আর কি বা হতে পারে? একজন অনুপ্রেরণীয় পিতার কাছে উপহার হিসেবে Thar তুলে দেওয়া আমাদের কাছে অত্যন্ত গর্বের যদি তিনি তা গ্রহণ করেন।"
২৬ বছর বয়সী এই মিডিল অডার ব্যাটসম্যান ২০১৪ সালে আইসিসি অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেন। এমনকি আইপিএলে চতুর্থ কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। ভারতের টেস্ট দলে জায়গা পেতে সময় লাগলেও তার কঠোর পরিশ্রম এবং প্রতিভা সবকিছু পেরিয়ে রাজকোট টেস্টে সেই মাহেন্দ্রক্ষণ এনে দিয়েছে। স্বপ্ন পূরণের এই মুহূর্তে সরফরাজ খান এর গোটা পরিবার অত্যন্ত উচ্ছ্বসিত। টেস্ট দলের টুপি হাতে পাওয়ার পর শরফরাজের বাবা নওশাদ খান আবেগে তার নিজের চোখের জল ধরে রাখতে পারেননি।
প্রসঙ্গত, অফ-রোড এসইউভি হিসেবে ভারতীয়দের কাছে অত্যন্ত পরিচিত Mahindra Thar। দীর্ঘদিন ধরে এর থ্রি-ডোর ভার্সন বাজার কাঁপালেও এবার আসতে চলেছে পাঁচ দরজার মডেল। চলতি মাসেই এটি লঞ্চ হবার সম্ভাবনা রয়েছে। ২.২ লিটারের ডিজেল ইঞ্জিনের পাশাপাশি ২.০ লিটার টার্বো পেট্রল ইঞ্জিন রয়েছে গাড়িটিতে। ডিজেল থেকে সর্বোচ্চ ১৩০ বিএইচপি এবং সর্বাধিক ৩০০ এনএম টর্ক উৎপাদিত হয়। অন্যদিকে পেট্রোল ইঞ্জিনের পাওয়ার ও টর্ক আউটপুট যথাক্রমে ১৫২ বিএইচপি এবং ৩২০ এনএম। দাম হবে ১৫ লক্ষ থেকে ২২ লক্ষ টাকার (এক্স শোরুম) মধ্যে।