Aprilia RS440: কেটিএম-ইয়ামাহারা সাবধান! সস্তায় দুর্ধর্ষ স্পোর্টস বাইক আনছে এপ্রিলিয়া

By :  SUMAN
Update: 2023-07-07 18:29 GMT

আগামী ক'বছরের মধ্যে ভারতের টু-হুইলার মার্কেটের সংজ্ঞাই বদলে যাবে। যার সূত্রপাত ইতিমধ্যেই ঘটতে শুরু করেছে। ৩৫০-৫০০ সিসি সেগমেন্টে নির্মাতাদের নজর এবং মডেলের সংখ্যা বাজারের হালহকিকত পাল্টে দিতে চলেছে। এবারে যেমন এপ্রিলিয়া আনতে চলেছে ৪০০ সিসির নতুন স্পোর্টস বাইক। Aprilia RS440-কে সম্প্রতি ভারতের রাস্তায় টেস্টিং চালাতে দেখা গিয়েছে। স্পোর্টস বাইকটি শীঘ্রই এদেশের লঞ্চ করা হবে বলে অনুমান করা হচ্ছে। ফলে এই সেগমেন্টে প্রতিযোগিতা যে আরও কঠিন হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

Aprilia RS440 স্পোর্টস বাইক আসছে

প্রিমিয়াম স্পোর্টস বাইক Aprilia RS440 ভারতের বাজারে KTM RC 390, Ninja 400 ও Yamaha R3-এর সাথে টক্কর নেবে বলে মনে করা হচ্ছে। এর ফুলফেয়ার্ড ডিজাইন RS660-এর থেকে অনুপ্রাণিত হয়ে দেওয়া হয়েছে। বাইকটিতে একটি আন্ডারবেলি এগজস্টের দেখা মিলেছে, যা এর ডিজাইনের শোভা অনেকাংশেই বাড়িয়েছে।

এছাড়া Aprilia RS440-তে উপস্থিত শাড়ি গার্ড (যা ভারতের বাজারে এর লঞ্চ নিশ্চিত করেছে। আবার ক্লিপ অন হ্যান্ডেলবার সমেত স্প্লিট সিট সেটআপ উপস্থিত এতে। বাইকটিতে এগিয়ে চলার শক্তি জোগাতে থাকছে একটি ৪৪০ সিসি প্যারালাল ইঞ্জিন। যা থেকে ৪৮ বিএইচপি শক্তি উৎপাদিত হবে। এতে ৬-স্পিড গিয়ারবক্স রয়েছে। এছাড়া স্লিপার ক্লাচ, কুইক শিফ্টার, রাইড-বাই-ওয়্যার -এর মত বৈশিষ্ট্যগুলি থাকবে।

অনুমান করা হচ্ছে, মোটরসাইকেলটি একটি ১৭-২০ লিটার ফুয়েল ট্যাঙ্ক সমেত হাজির হবে। Aprilia RS440-এ ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার অফার করা হবে। এর সাথে থাকতে পারে একটি টিএফটি ইউনিট। বাইকটি ভারতে ৪ লক্ষ টাকা মূল্যে লঞ্চ হতে পারে পারে। ২০২৩-এর শেষার্ধ অথবা ২০২৪-এর প্রারম্ভ দেশের বাজারে পা রাখতে পারে এটি। মুক্তি পাওয়ার পর ভারতে এটি সংস্থার সবচেয়ে সস্তা বাইক হিসাবে পরিচিতি পাবে।

Tags:    

Similar News