Ather Energy-র বিক্রিও বাড়ল 495 শতাংশ, 1 লক্ষ ইলেকট্রিক স্কুটার ডেলিভারি দিয়ে রেকর্ড

By :  SUMAN
Update: 2023-03-04 10:48 GMT

সাম্প্রতিক কালে ভারতে বৈদ্যুতিক দু’চাকার গাড়ি বিক্রি বাড়ছে লাফিয়ে লাফিয়ে। বর্তমানে দেশের প্রথম সারির ইলেকট্রিক টু-হুইলার নির্মাতা এথার এনার্জি (Ather Energy) ফেব্রুয়ারি মাসেও সেই ধারা বজায় রেখে মোট ১২,১৪৭ ইউনিট বৈদ্যুতিক স্কুটার (450 সিরিজ) বেচেছে বলে ঘোষণা করেছে। ২০২১-এর ফেব্রুয়ারিতে যা ছিল মাত্র ২,০৪২ ইউনিট। ফলে গত বছর ওই সময়ের তুলনায় বিক্রিবাটা ৪৯৫ শতাংশ বাড়তে দেখা গিয়েছে।

Ather Energy 1 লক্ষতম ইলেকট্রিক স্কুটার ডেলিভারি দিয়েছে

গত মাসে নতুন মাইলস্টোন স্পর্শ করেছে এথার। ফেব্রুয়ারিতে সংস্থাটি তাদের ১ লক্ষতম স্কুটারের ডেলিভারি দিয়েছে। এদিকে গত মাসে ভারতে ৬টি নতুন এক্সপিরিয়েন্স সেন্টারের উদ্বোধন করার ফলে সংস্থার মোট শোরুমের সংখ্যা বেড়ে হয়েছে ১০৮। বর্তমানে ৮১টি শহরে তাদের রিটেল আউটলেট রয়েছে। হালে ১০০তম এক্সপেরিয়েন্স সেন্টারের উদ্বোধনের পাশাপাশি ১০০০তম এথার গ্রিড ইন্সটল করেছে সংস্থা। বর্তমানে দ্রুততম সম্প্রসারিত চার্জিং পরিকাঠামোর মধ্যে এথার গ্রিড অন্যতম।

Ather দ্রুত গতিতে ফাস্ট চার্জিং স্টেশন নির্মাণ করছে

বর্তমানে ভারতে ১০০০-এর বেশি ফাস্ট চার্জার রয়েছে এথারের, এবং ২০২৩ এর মধ্যে তারা এই সংখ্যাটি ২,৫০০-তে পৌঁছানোর লক্ষ্যে এগোচ্ছে। দেশে উল্লেখযোগ্য হারে ইলেকট্রিক টু-হুইলারের বিক্রি না হওয়ার অন্যতম কারণ হল অপর্যাপ্ত চার্জিং স্টেশন। যে কারণে অনেকেই এই জাতীয় যানবাহন কেনার থেকে পিছপা থাকেন।

এথার এনার্জি তাদের Ather 450 Plus 450X স্কুটার দুটিতে আরও ফিচার যোগ করার ব্যাপারে ভাবছে। যার মধ্যে দেখা মিলতে পারে ক্রুজ কন্ট্রোল এবং অ্যাডভান্সড রিজেনের। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে সংস্থা মুখ খোলেনি।

Atherstack 5.0-এর কার্যকারিতা

Atherstack 5.0-এর প্রসঙ্গে বললে, এটি হল এথারের ইলেকট্রিক স্কুটারের অপারেটিং সিস্টেম বা প্রাণ ভোমরা। শেষবার আপডেটের ফলে এতে ইউজার ইন্টারফেস এবং কিছু নতুন ফিচার যুক্ত হয়েছিল। যার মধ্যে ভেক্টর ম্যাপ উল্লেখযোগ্য। আবার নতুন ইউজার ইন্টারফেসটির নাম দেওয়া হয়েছে ‘উইঙ্গস অফ পাওয়ার’। তবে উল্লেখযোগ্য ফিচার হিসেবে যুক্ত হয়েছে ‘অটোহোল্ড’। যার ফলে ঢালু রাস্তা দিয়ে নামার সময় ব্রেক না কষেও স্কুটারের নিয়ন্ত্রণ বজায় থাকবে। গড়িয়ে পড়া থেকে আটকাবে এটি।

Tags:    

Similar News