Pulsar, Platina মডেলের বিপুল চাহিদার উপর ভর করে ঘুরে দাঁড়াল Bajaj Auto, আগস্টে রেকর্ড বিক্রি

By :  SUMAN
Update: 2022-09-01 14:56 GMT

সেপ্টেম্বর শুরু হতেই দেশীয় অটোমেকার বাজাজ অটো (Bajaj Auto) তাদের আগস্টে বিক্রির পরিসংখ্যান প্রকাশ করল। যেখানে দেখা যাচ্ছে, গত মাসে সংস্থাটি ভারতে মোট ২,৩৩,৮৩৮ ইউনিট মোটরসাইকেল ও স্কুটার বিক্রি করেছে। তুলনাস্বরূপ আগের বছর আগস্টে সংস্থার টু-হুইলার বেচাকেনা হয়েছিল ১,৫৭,৯৭১টি। মূলত Bajaj Pulsar, Platina এবং Dominar এর মত মডেলের বিপুল চাহিদার উপর ভর করে বিক্রি ৪৮% বাড়িয়ে নিতে পেরেছে বাজাজ।

এদিকে দেশের বাজারে বাজাজের টু-হুইলারের বিক্রি বাড়লেও, রপ্তানিতে মুখ থুবড়ে পড়তে দেখা গিয়েছে পরিসংখ্যানে। গত মাসে সংস্থাটি সব মিলিয়ে ১,২১,৭৮৭টি টু-হুইলার বিদেশের বাজারে রপ্তানি করেছে। ২০২১-এর ওই সময়ে যার সংখ্যা ছিল ১,৮০,৩৩৯ ইউনিট। ফলে আগস্টে রপ্তানিতে ৩২% পতন ঘটেছে। তবে রপ্তানি এবং দেশ বাজারের বিক্রি মিলিয়ে সেল ৫% বেড়ে ৩,৫৫,৬২৫ হয়েছে। আগের বছর আগস্টে এই সংখ্যাটি ছিল ৩,৩৮,৩১০।

আবার ইয়ার-টু-ডেট অর্থাৎ এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত বাজাজ মোট ১৫,১৭,৮৩৭ জন নতুন ক্রেতার সন্ধান পেয়েছে। আগের বছরের ওই সময়ে এর পরিমাণ ১৫,৬৮,১৮৪ থাকায়, বিক্রির নিরিখে ব্যবসায় ৩% মন্দা গিয়েছে। অন্যদিকে, ৪৫,৯৭০ ইউনিট বাণিজ্যিক গাড়ি রপ্তানি এবং দেশের বাজারে বিক্রি করে ৩১ শতাংশ উত্থান ঘটেছে সংস্থার। কারণ ২০২১-এর আগস্টে এর পরিমাণ ছিল ৩৮,৯৬০।

উল্লেখ্য, গত মাসে বাজাজ ভারতে ১২৫ সিসি সেগমেন্টের সবচেয়ে সস্তা বাইক CT 125X লঞ্চ করেছে। যার দাম ৭১,৩৫৪ টাকা (এক্স-শোরুম)। এটি সংস্থার CT110X-এর উপরে স্থান পেয়েছে। তিনটি ডুয়েল কালার অপশনে বেছে নেওয়া যাবে বাইকটি – গ্রীন ডেকালের সাথে ইবনি ব্ল্যাক, ব্লু ডেকালের সাথে ইবনি ব্ল্যাক এবং রেড ডেকালের সাথে ইবনি ব্ল্যাক। আবার স্ট্যান্ডার্ড এবং ডিস্ক ব্রেক – এই দুটি ভ্যারিয়েন্টে অফার করা হচ্ছে Bajaj CT125X।

Tags:    

Similar News