Bajaj Chetak: পুজোর পরেও অফার, 15,000 টাকা সস্তায় বাড়ি আনুন বাজাজের ই-স্কুটার
উমা কৈলাসের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সাধারণ মানুষের আনন্দের পর্ব শেষে এবার পুনরায় জীবনের গতানুগতিক ধারায় ফেরার পালা। যদিও উৎসবের আমেজ এখনও বাকি। সামনেই কোজাগরী লক্ষ্মী পুজো, তারপর দিওয়ালি। এমতাবস্থায় বাজাজ অটো (Bajaj Auto) তাদের একমাত্র ইলেকট্রিক স্কুটার চেতক (Chetak)-এর দাম কমানোর কথা ঘোষণা করল। নির্দিষ্ট সময়ের জন্য এই সুবিধা এনেছে তারা। বর্তমানে Bajaj Chetak-এর মূল্য কমিয়ে ১.১৫ লাখ টাকা (এক্স-শোরুম) করা হয়েছে। ফলে রাজ্য বিশেষে ৫,০০০-১৫,০০০ টাকা সস্তা হয়েছে এটি।
Bajaj Chetak ইলেকট্রিক স্কুটার সস্তা হল
শর্তসাপেক্ষে জানানো হয়েছে এই মূল্য হ্রাসের সুবিধা কেবলমাত্র তামিলনাড়ু এবং কর্ণাটকের ক্রেতাদের জন্য আনা হয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যে বাজাজ চেতকের বর্তমান দাম ১.২০ লাখ টাকা (এক্স-শোরুম)। আবার মহারাষ্ট্রে এটি কিনতে খরচ পড়ে ১.৩০ লাখ টাকা (এক্স-শোরুম)। বাজাজ জানিয়েছে, স্টক থাকা পর্যন্ত এই অফার দেওয়া হবে।
উক্ত ঘোষণার পাশাপাশি বাজাজ বলেছে, তাদের এই ইলেকট্রিক স্কুটারটি ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন (Amazon) থেকে কিনলে স্পেশাল অফার পাওয়া যাবে। যদিও এই অফারও দুই রাজ্যের ক্রেতাদের জন্যই সীমাবদ্ধ। তা হচ্ছে, বেঙ্গালুরু এবং চেন্নাই।
প্রসঙ্গত, চেতক হচ্ছে বাজাজের প্রথম ইলেকট্রিক স্কুটার যা ভারতের বাজারে নিজের অনন্য পরিচয় গড়ে তুলেছে। এতে উপস্থিত একটি ২.৯ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক, যা সম্পূর্ণ চার্জে ১০৮ কিলোমিটার রেঞ্জ দেয়। প্রায় চার ঘন্টায় এটি সম্পূর্ণ চার্জ করা যায়।
Bajaj Chetak-এ ফিচার হিসেবে উপস্থিত কালার এলসিডি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি, ট্যাম্পার অ্যালার্ট, জিও ফেন্সিং এবং ওভার-দ্য-এয়ার আপডেট পাওয়ার সক্ষমতা। স্কুটারটির আগাগোড়া মেটাল দ্বারা নির্মিত। আগামীতে এর একটি সস্তা ভার্সন অর্থাৎ লোয়ার-স্পেক মডেল আনার পরিকল্পনা করছে বাজাজ। এই মডেলটির টেস্টিং চালাতে ইতিমধ্যেই দেখা গিয়েছে।